খাস ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার বাসিন্দা এক দম্পতি দুই সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ঘরে ফিরছেন। গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল দুই নাবালককে। সেখানে চিকিৎসা গাফিলতির কারণে ওদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই দম্পতি মহারাষ্ট্রের আহেরি তালুকা এলাকার বাসিন্দা।
এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, মৃত দুই নাবালকের বয়স ১০ বছরের কম। কাঁধে দুই সন্তানের মৃতদেহ নিয়ে ওই দম্পতির মৃতদেহ বহনের ভিডিয়ো সামনে আসার পরে মহারাষ্ট্রে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার এই ভিডিয়ো শেয়ার করায় মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি্তে শোরগোল শুরু হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সারা দেশের চিকিৎসা পরিকাঠামো প্রশ্নচিহ্নের মুখে। মহারাষ্ট্রের চিকিৎসা পরিকাঠামোও একইভাবে প্রশ্নচিহ্নের মুখে। সূত্রের খবর, অ্যাম্বুল্যান্স না থাকায় হাসপাতালে মৃত্যুর পরে ওই দুই নাবালকের মৃতদেহ কাঁধে করে বহন করে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে।
তবে মহারাষ্ট্রে এধরনের ঘটনা এই নতুন নয়। সূত্রের খবর, চলতি সপ্তাহে বিদর্ভে এধরনের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনা জনসমক্ষে এনেছে বিরোধী দল কংগ্রেস। জানা গিয়েছে, এক প্রসূতি সন্তানের জন্ম দেওয়ার পরে অবস্থার অবনতি হওয়ায় সরকারি চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।