পাটনা: একদিকে এনআরসি, সিএএ লাগু হচ্ছে বেশ কিছু রাজ্যে, অন্যদিকে পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালার মতো কিছু রাজ্যে এই আইন লাগু হবে না বলেই জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল। এর মাঝেই রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এনআরসি নিয়ে বড় ঘোষণা।
নীতিশ কুমার জানিয়েছেন এনআরসি লাগু হবে না বিহারে। ২০১০ সালের মতো শুধুমাত্র এনপিআরকেই পুনরায় আপডেট করা হবে। গত বছর ডিসেম্বরেই জনতা দলের সভাপতি স্পষ্ট বার্তায় জানান যে দলের তরফ থেকে এনআরসি-কে সমর্থন করা হচ্ছে না কিন্তু এনপিআর নিয়ে দলের সমর্থন আছে। সরকারিভাবে নীতিশ কুমার জানান, ‘এখানে এনআরসি কার্যকরী হবে না এবং শুধুমাত্র এনপিআর ২০১০ এর ন্যায়ে পুনরায় কার্যকরী হবে’।
দ্বারভাঙা জেলার চন্দনপট্টীর মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এই বড় ঘোষণা করেন। এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য তিনি ৮০কোটি টাকা দান করেন। নীতিশবাবু এখানেই এনপিআর ফর্মে উপস্থিত মা বাবার জন্মস্থান এবং আধার ইত্যাদির কলামগুলিকে ফাঁকা ছেড়ে দিতে বলেন এবং এগুলিকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি আরও জানান যে এটি পরে আশঙ্কা সৃষ্টি করতে পারে।