নয়াদিল্লি: জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বুধবার পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী মুদাসসিরকে সাহায্যকারী চার জইশ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল৷ গত বছরের সেপ্টেম্বরে এনআইএ জইশ জঙ্গি সাজ্জাদ আহমেদ খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। এদিন এই চার জঙ্গির বিরুদ্ধে ১২০ বি, ১২১এ এবং ইউএপিএ’র বেশ কয়েকটি ধারায় চার্জশিট জমা করা হল৷ জইশ জঙ্গি মুদাসসির ছিলেন পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী৷ ২০১৯ সালের মার্চ মাসে একটি এনকাউন্টারে তাকে খতম করে ভারতীয় সেনাবাহিনী
ত্রালের মীর মহল্লার বাসিন্দা মুদাসসির খান ২০১৭ সালে জইশের সঙ্গে যুক্ত হয়৷ পরে নূর মহম্মদ তন্ত্রীর ওরফে ‘নূর ট্রলি তার সঙ্গে জঙ্গি সংগঠনে যোগ দেয়। ২০১৭ সালে নূর ট্রলি হত্যার পরে খান ২০১৮ সালের ১৪ জানুয়ারী থেকে নিখোঁজ হন এবং সে তখন থেকেই সন্ত্রাসবাদী হিসাবে সক্রিয় ছিলেন। ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় সিআরপিএফ বাসে বিস্ফোরক গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী আদিল আহমদ দার নিয়মিত খানের সঙ্গে যোগাযোগ রেখেছিল। মনে করা হয়, সে ২০১৮ সালের ফেব্রুয়ারি সুনজওয়ানের সেনা শিবিরে জঙ্গি হামলায় জড়িত ছিল।
উল্লেখযোগ্য হল, গত বছরের ১৪ ফেব্রুয়ারি জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোড়া এলাকায় সিআরপিএফের কনভয়কে লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলা চালায়। এতে সিআরপিএফের ৪০ জন সেনা শহিদ হন। ঘটনায় ব্যবহৃত বিস্ফোরকটি এতই শক্তিশালী ছিল যে, তার শব্দ ১০-১২ কিলোমিটার দুরেও শোনা গিয়েছিল৷ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ২৫০০ এরও বেশি কর্মী ৭৮ টি গাড়ির কনভয়টিতে যাচ্ছিলেন। তাদের বেশিরভাগ ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরে আসছিলেন। ঠিক তখনই আত্মঘাতী জঙ্গি তার বিস্ফোরক ভরতি গাড়িটি সেনা কনভয়ে আঘাত করে৷