হরিয়ানা: স্বাধীনতার আগে ‘জয় হিন্দ’ (Jai Hind) স্লোগানটি হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্লোগান। এবার এই স্লোগানকে (Slogan) নিয়েই আগামী স্বাধীনতা দিবসে চালু হতে চলেছে নতুন নিয়ম। আর ‘সুপ্রভাত’ নয় এবার থেকে স্কুলে এসে পড়ুয়ারা (Students) শিক্ষকদের বলবে ‘জয় হিন্দ’। পড়ুয়াদের মনে দেশপ্রেম এবং জাতীয়তাবাদী আদর্শ জাগিয়ে তুলতেই এই অভিনব ভাবনা।
আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার ৭৮ বছর পূর্তি। সেই উপলক্ষেই হরিয়ানা (Haryana) সরকার ওই রাজ্যের সমস্ত স্কুলে চালু করতে চলেছে এই নতুন নিয়মটি। স্বাধীনতা দিবসের পর থেকে হরিয়ানার সমস্ত স্কুলের পড়ুয়ারা (Students)‘সুপ্রভাত’-এর পরিবর্তে বলবে ‘জয় হিন্দ’ (Jai Hind)। এমনই নির্দেশ জারি করেছে হরিয়ানা সরকার। প্রত্যহ ছাত্রছাত্রীরা এই ‘জয় হিন্দ’ স্লোগানটি (Slogan) বলার অভ্যাস করতে পারলে তাদের মনে দেশপ্রম এবং জাতীয়তাবাদী ভাবনা জেগে উঠবে। এমনই ধারণা হরিয়ানার স্কুল শিক্ষা দফতরের।
ইতিমধ্যেই এই নির্দেশিকা হরিয়ানার (Haryana) সমস্ত জেলা শিক্ষা আধিকারিক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং ব্লক শিক্ষা আধিকারিক সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান শিক্ষকদের কাছেও পৌঁছে গিয়েছে। আগামী ১৫ আগস্ট থেকেই হরিয়ানার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম বাধ্যতামূলকভাবে কার্যকর করা হবে।
এই বিষয়ে হরিয়ানা (Haryana) সরকার জানিয়েছেন, এই ‘জয় হিন্দ’ বলার অভ্যাস হওয়ার ফলে পড়ুয়ারা দেশের সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানবে, শ্রদ্ধাশীলও হবে। এই স্লোগানটি (Slogan) স্মরণ করিয়ে দেবে তাদের স্বাধীনতা সংগ্রামীদের আমৃত্যু লড়াই এবং আত্মত্যাগের কথাও। রাজ্য জুড়ে এই একই অভিবাদনসূচক শব্দ চালু হলে আঞ্চলিক, ভাষাগত এবং সাংস্কৃতিক পার্থক্যকে পিছনে ফেলে বিভিন্ন আর্থ-সামাজিক পরিবেশ থেকে উঠে আসা শিক্ষার্থীদের মধ্যেও দূরত্ব ঘুচবে।