নয়াদিল্লি: সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল গোটা দেশ। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বহু বিশ্ববিদ্যালয়ের চত্বরে। তারমধ্যে আছে জামিয়া বিশ্ববিদ্যালয়, জেএনইউ-র মতো বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলন জোরদার হয়েছে।
তবে এই আন্দোলন প্রতিরোধের জন্য মোদী পুলিশের বর্বরতা চিত্র দেখেছে গোটা দেশ। সেই নিয়ে তদন্তে নেমে সামনে এসেছে এক নতুন ভিডিও। যেখানে পড়ুয়াদের ওপর পুলিশি বর্বরতা ছবি প্রকাশ্যে এসেছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, তারা জামিয়া মিলিয়া ইসলামিয়ায় পুলিশি বর্বরতার অভিযোগে শনিবার প্রকাশিত একটি নতুন ভিডিওর ওপর নজর দিয়েছে এবং বলেছে যে প্রমাণগুলি খতিয়ে দেখা হচ্ছে।
ভিডিওটিতে দেখা গেছে, ৭-৮ জন আধাসামরিক ও পুলিশ কর্মী, যাঁদের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল, তাঁরা গত বছরের ১৫ ডিসেম্বর ওল্ড রিডিং হলে প্রবেশ করেছিল এবং ছাত্রদের লাঠিপেটা করেছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, বিশেষ পুলিশ কমিশনার (গোয়েন্দা) প্রবীণ রঞ্জন সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতারা ৪৮ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশ জানিয়েছে যে তারা আরও একটি ভিডিও পরীক্ষা করছে যাতে কিছু মুখোশধারী ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে আশ্রয় নিতে দেখা যায়।
শনিবার গভীর রাতে জামেয়া সমন্বয় কমিটি, জেএমআই শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি গ্রুপ ভিডিওটি প্রকাশ করেছে। ১৫ ডিসেম্বর ক্যাম্পাসে পুলিশি বর্বরতার অভিযোগে এই দলটি গঠন করা হয়েছিল।