
খাস ডেস্ক: রাজস্থানের (Rajasthan) তিন পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি করছিলেন তিনজন। এই ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)।
আরও পড়ুন: হাসপাতালে গরহাজির গাইনি ডাক্তার, ১২ ঘণ্টা পরেও গর্ভবতী মায়ের পেটে মৃত বাচ্চা, রণক্ষেত্র হাসপাতাল
Rajasthan | National Human Rights Commission takes cognisance of the suicide of 3 students in Kota on 13th December; issues notices to the Chief Secretary and Secretary of the Higher Education Department and asks for a detailed report from the Chief Secretary. pic.twitter.com/U67WU7xymv
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 15, 2022
উচ্চ শিক্ষা বিভাগের মুখ্যসচিব (Chief Secretary) এবং সচিবকে নোটিস জারি করে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়া আঙ্কুশ আনন্দ (১৬) এবং উজ্জ্বল কুমার (১৭) বিহারের বাসিন্দা এবং অপর একজন প্রণব বর্মা (১৭) মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনজন কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করছিলেন।
সোমবার নিজের নিজের হস্টেলের ঘরে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং প্রণব বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে খবর। যদিও কোনও সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়নি। তবে প্রাথমিক অনুমান পড়াশোনার অতিরিক্ত চাপ নেওয়ার পরও ভালো ফল না হওয়ায় মানসিক অবসাদ থেকেই জীবন শেষ করে দেওয়ার মত মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: Madan Mitra: তৃণমূল বিধায়কের অনুগামীদের গোষ্ঠী সংঘর্ষ, অভিযোগ হামলার, তদন্তে পুলিশ