বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১,২৫৪ কোটির ৫০ টি প্রকল্পের উদ্বোধন করলেন। রবিবার বারাণসীতে এই প্রকল্পগুলোর প্রকাশ্যে আসে। এর আগে তিনি পন্ডিত দীন দয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে তৈরি ৬৩ ফুট উচ্চতার মূর্তির উদ্বোধন করেন। এটি দেশ নেতার সর্বোচ্চ মূর্তি।
দীন দয়াল উপাধ্যায় ট্রেড ফেসিলিটেশন সেন্টারের সাংস্কৃতিক শিল্প ও হস্তশিল্প প্রদর্শনী ‘কাশি এক রূপ অনেক’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভারতীয় অর্থনীতির ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য পূরণ হতে, হস্তশিল্পের সঙ্গে যুক্ত কর্মচারীদের ও কারিগরদের সুবিধা প্রদান করে শক্তিশালী করা এবং এমএসএমই সাহায্য করবে।
মোদী তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্যের জন্য সুবিধা প্রদান করায় যোগী আদিত্যনাথের প্রশংসাও করেন। এদিন তিনি শ্রী জগদ্গুরু বিশ্বারাধ্যা গুরুকুল-এর শতবর্ষ পালন অনুষ্ঠানের সমাপ্তিতে তিনি অংশগ্রহণ করেন। তিনি এখানে ৪৩০টি বেডের বিশেষ একটি হাসপাতালেরও উদ্বোধন করেন।