খাসডেস্ক: রাতভর ভারী বৃষ্টি। ঠিক যেন আকাশ ফুটো হয়ে গিয়েছিল। সকাল হতেই ‘বানভাসী’ পরিস্থিতি মুম্বইয়ের (MUMBAI))। রোড, সাবওয়ে, রেলপথ জলে জলাকার। বুধবার সারারাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বাণিজ্যনগরীতে। মুম্বই মেট্রো রেল কর্পোরেশনের তৈরি অ্যারে মিল্ক কলোনির যে আন্ডারপাস রয়েছে রীতিমত জলে থৈ থৈ অবস্থা। মাত্র বছর দুয়েক আগেই এই আন্ডারপাসটি উদ্বোধন করা হয়।
আরও পড়ুন : এসএসসি বদলি করতে পারে যে কোন জায়গায়, সুপ্রিম নির্দেশে বেকায়দায় রাজ্যের শিক্ষক সংগঠন
আরও পড়ুন : ১৫ দিনের জেল, ২৫ হাজার টাকা জরিমানা, বিজেপি নেতার স্ত্রীর করা মামলায় দোষীসাব্যস্ত সঞ্জয় রাউত
মেট্রো ৩ কারশেডের পাশেই রয়েছে অ্যারে কলোনির সাবওয়ে। শীঘ্রই মেট্রো ৩ উদ্বোধন হবে। অ্যাকোয়া লাইন বলে পরিচিত রুটটি যা কিনা অ্যারে কলোনির মধ্যে দিয়েই যাবে। জলবন্দী হওয়ার জন্য সাবওয়েটি বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। অ্যারে কলোনিতে জলমগ্ন আন্ডারপাসটি মেট্রো কারশেড নিয়ে মুম্বইবাসীর (MUMBAI) মনে প্রশ্ন তুলেছে তা নয়, মানুষ মেট্রো অথোরিটিকে এই ঘটনায় ট্রোল করতে শুরু করেছেন। ইতিমধ্যে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে পুনে যাত্রা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।