মুম্বই: হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে চলত সেক্স ব়্যাকেট৷ সেই সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস করল মুম্বই পুলিশ৷ ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছে তিন যুবতীকে৷ এদের মধ্যে এক নাবালিকাও রয়েছে৷ সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগে ২৯ বছরের প্রিয়া শর্মা নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন যুবতী অভিনেত্রী৷ এদের মধ্যে একজন টেলি সিরিয়ালে কাজ করেন৷ জনপ্রিয় টিভি ক্রাইম শো ‘সাবধান ইন্ডিয়া’তে কাজ করেছেন তিনি৷ অপরজন মরাঠা সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ৷ এছাড়া নাবালিকা মেয়েটি বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছে৷ পুলিশ জানতে পেরেছে, তিনজনকে জোর করে এই কাজে নামানো হয়েছিল৷ তাদের এই কাজে নামতে বাধ্য করে প্রিয়া শর্মা৷
প্রিয়ার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের বিস্তর অভিযোগ রয়েছে৷ সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ অফিসার সন্দেশ রাভালে জানান, কান্দিভালি ইস্টে প্রিয়ার নিজস্ব ট্যুর ও ট্র্যাভেল এজেন্সি রয়েছে৷ কিন্তু বেশ কয়েকমাস ধরে সে এই পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ে৷ খদ্দের প্রতি সে ৬০ হাজার টাকা নিত৷ পুলিশের কাছে খবর ছিল, মুম্বইয়ের আন্ধেরীর একটি তিন তারা হোটেলে সেক্স ব়্যাকেট চলছে৷ সেই মতো তল্লাশি চালানো হয়৷ তখনই ধরা পড়ে যায় প্রিয়া৷ উদ্ধার করা হয় তিন যুবতীকে৷
সেক্স ব়্যাকেটের সঙ্গে অভিনেত্রীদের জড়িত হয়ে পড়ার ঘটনা নতুন নয়৷ গত সপ্তাহে গুরগাঁওতে হাই প্রোফাইল সেক্স ব়্যাকেটে অভিযান চালিয়ে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ৷ এদের মধ্যে একজন উঠতি অভিনেত্রী৷ অপরজন পেশায় মডেল৷