খাস ডেস্ক: বিএমডবলুর ধাক্কায় কাবেরী নাখওয়া নামে ৪৫ বছরের এক মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মিহির শাহ। গাড়িটি চালাচ্ছিলেন মিহির। এই দুর্ঘটনায় কাবেরীর স্বামী প্রদীপ জখম।
এই ঘটনার পরে মিহির শাহকে আটক করে পুলিশ। সূত্রের খবর, ৯ অগাস্ট দুর্ঘটনাটি ঘটেছে। মিহিরকে মুম্বইয়ের ওরলি এলাকা থেকে আটক করার পরে মিহির দাবি করেছেন, তিনি নির্দোষ। বম্বে হাইকোর্টে মিহির দাবি করেছেন, তাঁকে বেআইনিভাবে আটক করা হয়েছে।
বম্বে হাইকোর্টে মিহির শাহ জানিয়েছেন, তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। এই মামলার শুনানি পরবর্তী আগামী বুধবার। সূত্রের খবর, বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভারতী ডাঙ্গে এবং মঞ্জুষা দেশপাণ্ডের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।
ভারতে রাজনৈতিক নেতা কিংবা বিশিষ্ট ব্যক্তিত্বদের একাংশের ছেলেমেয়েরা নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। গাড়ি চাপা দিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মিহির শাহ শিবসেনার নেতা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মিহির শাহ গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছেন। পরে তাঁকে খুঁজে বের করে পুলিশ। মিহির শাহর বয়স ২৪ বছর। পুলিশ জানিয়েছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন তিনি। ৯ অগাস্ট দুর্ঘটনার আগে মিহির প্রচুর মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গাড়িতে ছিলেন মিহির শাহর বাবা শিবসেনা নেতা রাজেশ শাহ। রাজেশের জামিন মঞ্জুর হয়েছে। বাবা জামিন মঞ্জুর হলেও ছেলে মিহির এখনও আটক।
এর আগেও মুম্বইয়ে প্রভাবশালীদের গাড়ির তলায় সাধারণ মানুষের চাপা পড়ার ঘটনা ঘটেছে। ফের এধরনের ঘটনার পুনরাবৃত্তি হল কেন প্রশ্ন উঠছে তা নিয়েও।