খাসডেস্ক: তাজমহলের (TAJMAHAL) গায়ে ফাটল। দেওয়াল, তাজমহলের মেজে ও তাজমহলের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা গিয়েছে। আগ্রায় ভারী বৃষ্টির পরপরই এই ফাটল দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয় তাজমহলের গায়ে উঁকি দিচ্ছে গজিয়ে ওঠা গাছের ডালপালা। আগ্রা সার্কেলের আর্কেওলজিক্যাল বিভাগের সুপার রাজকুমার প্যাটেল জানিয়েছেন, “কীটনাশক ও গাছের মূলনাশক ব্যবহার করে তা আট থেকে দশ দিনের মধ্যে নির্মূল করে দেওয়া সম্ভব…।“
আরও পড়ুন: জল ছাড়ার বিষয়ে জানতো বাংলা, মমতার ম্যান মেড বন্যা তত্ত্বকে ওড়াল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক
“শুধু তাজমহলই নয়। অন্যান্য মনুমেন্টগুলোতেও একই সমস্যা দেখা যায়। গাছের পাতাগুলি ৫ থেকে ৮ সেন্টিমিটার বড় হতেই সরিয়ে ফেলা হয়। গাছ আরও বড় হলে তার মূলগুলি মহলের গভীরে প্রবেশ করবে। যা আদতে ক্ষতি করবে স্থাপত্যের। তাই গাছ বেরনোর আট-দশ দিনের মধ্যেই কেটে ফেলা হয়।“ বললেন সুপার। দেশের অনান্য প্রান্তের মতো বিগত কয়েকদিন ধরে আগ্রায় মাত্রা অতিরিক্ত বৃষ্টির সম্মুখীন। জলবন্দী হয়ে পড়েছে শহর। পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ এই বৃষ্টিপাত একপ্রকার সতর্কতা। যা তাজমহলের (TAJMAHAL) মতো হেরিটেজ সাইটগুলির জলনিকাশি ব্যবস্থার উপর জোর দিয়েছে।