মুম্বই: কয়েকদিন আগে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি অ্যান্টিলিয়ার সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি মিলেছিল৷ সেই ঘটনার তদন্ত শুরু করে মহারাষ্ট্রের দুষ্কৃতী দমন শাখা৷ কিন্তু রাজ্যের বিজেপি দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ এনআইএ-কে (NIA) দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছিলেন৷ অবশেষে সেটাই হল৷
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতেই তুলে দিল৷ উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শিল্পপতি আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই একটি পরিত্যক্ত এসইউভি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড় করানো ছিল৷ পরে পুলিশ এসে ওই গাড়ি থেকে ২০টি জিলেটিন স্টিক খুঁজে পায়৷ একটি হুমকি চিঠিও পাওয়া যায়৷ চিঠিটি আম্বানিকের উদ্দেশ্য করেই লেখা হয়েছিল৷ চিঠিতে লেখা ছিল, ‘‘এটা একটা ট্রেলার মাত্র৷ নীতা ভাবি, মুকেশ ভাইয়া, এটা একটা ঝলক৷ পরের বার এই জিনিস আবারও আপনার কাছে আসবে এবং সেই ব্যবস্থা আমাদের হয়ে গিয়েছে৷’’
এরপরই তদন্ত নামে মুম্বই পুলিশ (Mumbai Police)৷ জানা যায়, গাড়িটির মালিক মুনসুখ হিরেন নামে এক ব্যক্তির৷ কিছুদিন পর পুলিশের তদন্ত আরও চাঞ্চল্যকর মোড় নেয়৷ খাঁড়ি থেকে উদ্ধার হয় গাড়ি মালিকের দেহ৷ অপরদিকে আম্বানিদের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা শুরু করে পুলিশ৷ তাতে দেখা যায়, একটি কালো হুডি পরিহিত ব্যক্তি গাড়ি চালিয়ে এলাকায় আসে এবং সেটি পার্কিং করে বেরিয়ে যায়৷
এই ঘটনায় জইশ-উল-হিন্দ নামে একটি জঙ্গি সংগঠন দায় স্বীকার করে৷ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামলার দায় স্বীকার করে তারা৷ পরে সেই দাবি নস্যাৎ করে নয়া বার্তা দেয় জইশ-উল-হিন্দ৷ মুকেশ আম্বানিকে তারা কোনও হুমকি দেয়নি বলে জানায়৷