খাস ডেস্ক: ভারতীয়দের মধ্যে অনেকেই ভ্রমণপিপাসু। ছুটিছাটায় বেড়াতে যেতে ওঁরা ভালোবাসেন। শুধু দেশের ভিতরই নয়, ভ্রমণের নেশায় বিদেশেও ছুটছেন ভারতীয় নাগরিক ভ্রমণপিপাসুরা। বিদেশে ভ্রমণকারী ভারতীয়র সংখ্যা ক্রমশ বাড়ছে। অন্তত গত কয়েক বছরের তুলনায়। এই সংখ্যা আগামী ২০৪৭ সালের মধ্যে আরও ৬০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস। রাষ্ট্রসঙ্ঘের তথ্য মারফত জানা গিয়েছে, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলো ভারতীয় পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
সূত্রের খবর, বর্তমানে ভারতের মোট জনসংখ্যার মধ্যে ৩১ শতাংশ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত। ২০৪৭ সালের ভিতর ভারতীয় নাগরিক মধ্যবিত্তের হার বেড়ে ৬০ শতাংশে এসে দাঁড়াবে। ২০২৩ সালের তথ্যানুসারে, ওই বছর ভারতীয় পর্যটকরা বেড়ানোর খাতে ব্যয় করেছেন ৩৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।
ভারতীয় পর্যটক টানতে বিশ্বের নানা দেশ বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে। সূত্রের খবর, এই দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, দুবাই, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরানের মতো নানান দেশ। এই দেশগুলোর তরফে ভিসা পাওয়ার বিষয়টি সহজতর করা হচ্ছে।
একনজরে দেখে নেওয়া যাক, ২০২৩ সালে কোন দেশে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক বিদেশ সফরে গিয়েছেন। এই তালিকায় প্রথম স্থানাধিকারী দেশ ভিয়েতনাম। ভিয়েতনামের পর্যটন দফতর সূত্রের খবর, ২০১৯ সালের পর থেকে ভিয়েতনামে বেড়াতে আসা ভারতীয় পর্যটকের সংখ্যা উত্তরোত্তরভাবে বাড়ছে। সর্বশেষ তথ্য-পরিসংখ্যান অনুসারে, ভারত থেকে ভিয়েতনামে আসা পর্যটকের সংখ্যা গত কয়েক বছরে ২৩১ শতাংশ বেড়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ভারতীয় পর্যটকের সংখ্যা হু-হু করে বাড়ছে। এই দেশগুলোর তালিকায় রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া।