খাস খবর ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক। ইংরেজিতে Made For Each Other বলে একটি প্রবাদ রয়েছে। সেই প্রবাদটি সাধারণত সুখি দম্পতিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্রবাদ মোদী-মমতার সম্পর্ক বোঝাতে ব্যবহার করলেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
আরও পড়ুন- west bengal assembly election 2021: নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার
মঙ্গলবার প্রচারের শেষ দিনে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরেছেন মমতা। একাধিক জায়গায় সভা করেছেন। তেমনই একটি সভায় তিনি বলেন, “দ্বিতীয় দিনের প্রচারে একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেখানের পুরোহিত আমায় আমার মন্ত্র জিজ্ঞাসা করেছিলেন। আমি তাঁকে বলেছিলাম যে ‘মা-মাটি মানুষ’ আমার গোত্র।” সেই সঙ্গে বলেন, “আসলে আমার গোত্র হচ্ছে শাণ্ডিল্য।”
আরও পড়ুন- west bengal assembly election 2021 পুকুর পাড়ে মানুষের মাথার খুলিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য
প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতার ওই গোত্র বলা নিয়ে আপত্তি জানিয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের আমি তীব্র নিন্দা করছি। উনি ওই মন্তব্য করে নিজেকে উচ্চবর্ণের বলে দাবি করেছেন।” এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, “কে বর্ণবাদের অংশ নয়? পশ্চিমবঙ্গের মুসলিম এবং দলিতেরা তাহলে কোথায় যাবেন?”
এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “বিজেপি এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক পথ অনুসরণ করছেন মমতা। আর সেই পথ হচ্ছে সাম্প্রদায়িকতার পথ।” এরপরেই হায়দরাবাদের সাংসদ বলেন, “তাঁরা(মোদী-মমতা) Made For Each Other.”
আরও পড়ুন- এক পায়ে দুই কিমি হেঁটে মনোনয়ন জমা বাম প্রার্থীর
নির্বাচনী প্রচারে মঞ্চে বক্তব্য রাখার সময়ে নিজের গোত্র উল্লেখ করা নিয়েও মমতাকে কটাক্ষ করেছে বিজেপি। এই নিয়ে মুখ খুলেছেন বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, “ভোটে হেরে যাওয়ার ভয়ে মমতা দিদি এখন নিজের গোত্র বলছেন।” একই সঙ্গে গিরিরাজ আরও বলেন, “দিদি, অনুগ্রহ করে আমায় জানাবেন যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের গোত্রও কি শণ্ডিল্য!”