খাসডেস্ক: সামনে দাঁড়িয়ে ঝাঁ চকচকে বন্দেভারত এক্সপ্রেস (VANDE BHARAT EXPRESS)। ভিড়ের ঠেলায় আচমকা রেল লাইনের উপর হুমড়ি খেয়ে পড়লেন বিধায়িকা সরিতা ভাদুরিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে এক উর্দিধারীর ধাক্কাতে টাল সামলাতে না পেরে রেল লাইনের উপর পড়ে যান সরিতা। ইউপির ইটাওয়ার বিধায়িকা তিনি। এদিন আগ্রা-বারাণসী বন্দেভারত এক্সপ্রেসের উদ্দেশে সবুজ পতাকা দেখানো উপলক্ষ্যে ইটাওয়া স্টেশনে যান বিধায়িকা।
আরও পড়ুন: নাম-পরিচয় প্রকাশ করলে জরিমানা থেকে কারাবাস, জানেন ভারতীয় ন্যায় সংহিতায় এই সংক্রান্ত কী বিধি রয়েছে
৬১ বছর বয়সী সরিতা দু-বারের বিধায়িকা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বিধায়িকাকে। চিকিৎসক তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেন। তবে জানা যাচ্ছে তেমন কোন গুরুতর চোট পাননি। ইটাওয়া স্টেশনে আসার আগে টুন্ডলা স্টেশনে দাঁড়ায় বন্দেভারত এক্সপ্রেস (VANDE BHARAT EXPRESS)। ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নিয়েই জমায়েতের মধ্যে থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তারই মাঝে ঘটে যায় বিপত্তি। ট্রেনটি সঙ্গে সঙ্গে থামানো হয়। বড়রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পান বিধায়িকা। প্ল্যাটফর্মে উপস্থিত পুলিশ কর্মীরা বিধায়িকাকে উদ্ধার করেন।
আগ্রা-বারাণসীর মধ্যে কবে থেকে চালু হবে বন্দেভারত এক্সপ্রেস (VANDE BHARAT EXPRESS)। আগ্রা ডিভিশনের পিআরও প্রসস্তি শ্রীবাস্তব জানান, দ্রুত এই পরিষেবা শুরু হবে। সংশ্লিষ্ট পথ অতিক্রম করতে ৭ ঘণ্টা সময় লাগবে বন্দেভারতের।