বিহার: নাবালিকা মেয়েকে খুনের অভিযোগ উঠল তাঁরই মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত মহিলা বর্তমানে পলাতক। এই ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজফফরপুরে (Muzaffarpur)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সাড়ে তিন বছরের নাবালিকা এবং তাঁর মা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছিল নাবালিকার বাবা সহ প্রতিবেশিরা। এরপরই গত শনিবার বাড়ির কাছাকাছি চাষের জমিতে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তা খুলে দেখতেই সেখান থেকে উদ্ধার হয় নাবালিকার গলা কাটা দেহ। নাবালিকার দেহ উদ্ধারের পরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেন। তবে নাবালিকার সন্ধান পেলেও তাঁর মা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মেয়েকে খুন করে পালিয়ে গিয়েছে অভিযুক্ত ওই মহিলা, এমনটাই অভিযোগ উঠেছে। এমনকি যাওয়ার আগে বাড়ি থেকে গয়না, আধারকার্ড এবং প্রয়োজনীয় জিনিসও নিয়ে গিয়েছে। এমনটাই দাবি মৃতার পরিবারের। নাবালিকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। তবে এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। মোবাইলের লোকেশন দেখে অভিযুক্ত মহিলার তল্লাশি চলছে।