খাস ডেস্ক: ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে ফের ধস নামল পাহাড়ে। এলাকাবাসীদের তোলা ভিডিওতে সেই দৃশ্য স্পষ্ট। ধসে বিপর্যস্ত তিস্তা নদীর (Teesta River) একাংশ। এমনকি এই নদীর ওপর অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রেও এই ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিগত কয়েকদিনে একই জায়গায় নামা ধসের জেরে আতঙ্কে স্থানীয়রা। ভূ-বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের (Hydropower Plant) জন্য ধস নামার আশঙ্কা থাকে। এবার সেই ঘটনাই সত্যি হল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সিকিমের বালুতারে জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর আচমকাই পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে তিস্তা নদীর (Teesta River) বেশ কিছুটা অংশ। পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজের ৫ টি বাঁধও ভেঙে গিয়েছে। ঘটাস্থলে পৌঁছায় এনডিআরএফ (NDRF)-এর দল। জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে বেশ কয়েকবার ধস নেমেছিল ওই এলাকায়। তবে এইদিনের নামা ধসে কোনো হতাহতের খবর নেই।
প্রসঙ্গত, ২০২৩ সালেও এই রকমই এক বিপর্যয় ঘটেছিল। লোনাকে হিমবাহসৃষ্ট একটি হ্রদ ফেটে ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। সেসময়ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারের তিস্তার বাঁধটি। তারপর এটি অচল অবস্থায় থাকলেও ফের সচল হয়েছিল। তবে মঙ্গলবারের ঘটা বিপর্যয়ে তা ফের ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।