সিমলা: হটাৎ করেই কেদারনাথ মন্দিরের পিছনে দেখা গেল পাহাড়ের উপর থেকে দ্রুত গতিতে নামছে সাদা মেঘের মত কিছু জিনিস। কয়েক মুহূর্ত পর বোঝা গেল ওটা তুষারঝড়। ৩০ জুন ভোরে কেদারনাথ ধাম থেকে চার কিলোমিটার উপরে অবস্থিত গান্ধী সরোবরে একটি বিশাল তুষারপাত হয়। সেই ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
চোরাবাড়ি হিমবাহের কাছে এই তুষারঝড় ওই এলাকায় উপত্যকায় আছড়ে পড়ে। তবে হঠাৎ ঘটা ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। কেউ আহত বা নিহত হয়নি। রবিবার সকালে কেদারনাথ মন্দির দর্শন করতে যাওয়া ভক্তরা তাদের মোবাইল ফোনে ভোর ৫টার দিকে ঘটে যাওয়া প্রাকৃতিক ঘটনাটি রেকর্ড করেন। যেখানে সাদা হয়ে বরফকে কুয়াশার মত হয়ে দ্রুত গতিতে নামতে দেখা যায়। সেই তুষারঝড় নেমে গভীর খাদে পরে যায়।
রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, তুষারধসের কারণে কোনও প্রাণ বা সম্পত্তির ক্ষতি হয়নি। কেদারনাথ উপত্যকা সহ সমগ্র এলাকা নিরাপদ বলেই রাজওয়ার জানিয়েছেন। তুষারধসের সময় মন্দিরে উপস্থিত ছিলেন গাড়ওয়াল মণ্ডল উন্নয়ন নিগমের কর্মী গোপাল সিং রাউথান। এই ঘটনা প্রত্যক্ষ করেছেন তীর্থযাত্রীরা। কিছু মুহূর্তের জন্য ভয়ও পেয়ে যান। কারণ কেদারনাথের বন্যার স্মৃতি এখনও টাটকা।