নয়াদিল্লি: দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং সিনিয়র AAP নেতা মনীশ সিসোদিয়া, যিনি ১৭ মাস পর শুক্রবার সন্ধ্যায় তিহার জেল থেকে বাইরে বেড়িয়েছেন। সুপ্রিম কোর্ট শুক্রবার তাকে মুক্তির নির্দেশ দেয়। ১৭ মাস পর শনিবার পর তাঁর জেলের বাইরে প্রথম সকাল। এই নতুন সকলকেই অন্যভাবে কাটালেন মণীশ সিসোদিয়া। সেই সঙ্গে করলেন বিশেষ ছবি পোস্ট লিখলেন ক্যাপশনও।
শনিবার সকালে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে এক কাপ চা খাওয়ায় সঙ্গে সঙ্গেই প্রাণ খোলা আড্ডা দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন। স্ত্রীর সঙ্গে তুলেছেন সকালের সেলফি। দীর্ঘ সময় জেলে থাকার পর নিজের আবেগ প্রকাশ করে সিসোদিয়া লিখেছেন, “স্বাধীনতার প্রথম সকালের চা… ১৭ মাস পর।” দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর, মনীশ সিসোদিয়া সংবিধান এবং প্রকৃতি উভয় ক্ষেত্রেই স্বাধীনতার অর্থকে ধারণ করেছেন। X (আগের টুইটারে) হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে সিসোদিয়া লিখেছেন, “স্বাধীনতার সকালে প্রথম চা… ১৭ মাস পর! সংবিধান আমাদের সকল ভারতীয়দের জীবনের অধিকারের গ্যারান্টি হিসাবে যে স্বাধীনতা দিয়েছে। ঈশ্বর আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন সবাইকে নিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার।”
দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর জামিন হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির রাজনৈতিক নৌকার পালে হাওয়া থোকাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেই সঙ্গেই আরো বেশ কয়েক মাস পরে সামনের বছরেই রয়েছে দিল্লিরও নির্বাচন। শুক্রবার শীর্ষ আদালত দীর্ঘসময় সিসোদিয়া জেলে রাখার জন্য কেন্দ্রীয় সংস্থাকে তীব্র ভৎসনা করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এই একই দুর্নীতি মামলায় তিহার জেলেই বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার মুক্তির পরেই সিসোদিয়া ছুটে যান কেজরিওয়ালের বাড়িতে। দেখা করেন অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মার সঙ্গে। সেই সঙ্গে পা ছুঁয়েও আশীর্বাদ নেন মনীশ সিসোদিয়া । আগে দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল।