নয়াদিল্লি: দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং সিনিয়র AAP নেতা মনীশ সিসোদিয়া শুক্রবারেই জামিন পেয়েছেন। তার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ১৭ মাস পর শুক্রবার সন্ধ্যায় তিহার জেল থেকে বাইরে বেড়িয়েছেন। তারপরেই শনিবার সকালে এক মনোরম সকাল কাটিয়েছেন। চায়ের কাপ হাতে ছবিও পোস্ট করেছেন সেই সঙ্গে লিখেছেন বেশ কিছু কথাও। জেল থেকে মুক্ত হবার পর এবার এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে তিনি কিছু বললেন। তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ। কেজরিওয়াল ও বর্তমানে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে তিহার জেলেই বন্দি রয়েছেন।
জামিনে মুক্তি পাওয়ার পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রথম ভাষণে সিসোদিয়া অরবিন্দ কেজরিওয়ালকে “সততার প্রতীক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “কেজরিওয়ালের নাম আজ সারা দেশে সততার প্রতীক হয়ে উঠেছে”। এদিন পার্টি অফিসে আপ কর্মী ও নেতাদের সম্বোধন করে, সিসোদিয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রশংসা করে বলেছিলেন যে এটি সংবিধানের ক্ষমতাকে “স্বৈরাচার পদদলিত করতে” ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত সত্য ও সততার জয় হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জেল থেকে বাইরে বের হওয়ার পর আজ শনিবার মণীশ সিসোদিয়া রাজঘাট স্মৃতিসৌধে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং কনট প্লেসের হনুমান মন্দিরেও প্রার্থনা করেছেন। তবে তার আগে শনিবার সকালে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে এক কাপ চা খাওয়ায় সঙ্গে সঙ্গেই প্রাণ খোলা আড্ডা দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন। স্ত্রীর সঙ্গে তুলেছেন সেলফি। দীর্ঘ সময় জেলে থাকার পর নিজের আবেগ প্রকাশ করে সিসোদিয়া X (আগের টুইটারে) হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে লিখেছেন, “স্বাধীনতার সকালে প্রথম চা… ১৭ মাস পর! সংবিধান আমাদের সকল ভারতীয়দের জীবনের অধিকারের গ্যারান্টি হিসাবে যে স্বাধীনতা দিয়েছে। ঈশ্বর আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন সবাইকে নিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার।”