জয়পুর: সদ্যবিবাহিতা মেয়েকে গলা টিপে খুন করল বাবা৷ মেয়েকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের দাউসা জেলায়৷ পুলিশকে সে জানায়, বিয়ের পরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় মেয়েকে খুন করেছে সে৷
অভিযুক্তের নাম শঙ্কর লাল সাইনি৷ বছর ৫০ বছর৷ পুলিশ জানিয়েছে, মেয়েকে খুনের পরই বৃহস্পতিবার থানায় এসে আত্মসমর্পণ করে সে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শঙ্কর লালের পিঙ্কি নামে ১৯ বছর বয়সী একটি মেয়ে ছিল৷ অন্য এক ছেলের সঙ্গে পিঙ্কি প্রেম করত৷ কিন্তু মেয়ের প্রেমিককে মেনে নিতে পারেনি শঙ্কর লাল৷ তাই গত ১৬ ফেব্রুয়ারি জোর করেই নিজের পছন্দের পাত্রের সঙ্গে পিঙ্কির বিয়ে দিয়েছিলেন৷
বিয়ের তিনদিন পর বাপেরবাড়িতে এসেছিলেন পিঙ্কি৷ দু’দিন পর ২১ ফেব্রুয়ারি প্রেমিক রোশনের সঙ্গে পালিয়ে যায় সে৷ শঙ্কর লাল থানায় রোশনের নামে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন৷ কিন্তু পুলিশ খুঁজে পাওয়ার আগেই পিঙ্কির বাড়ির লোক তাঁর খোঁজ পেয়ে যায়৷ জোর করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়৷ এরপরই শঙ্করলাল মেয়ের গলা টিপে খুন করে৷ শঙ্কর লাল পুলিশ হেফাজতে রয়েছে৷ সে মেয়েকে খুনের কথা স্বীকার করেছে৷ তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ৷