খাসডেস্ক: iPhone ডেলিভারি করতে গিয়ে খুন হয়ে গেলেন এক ডেলিভারি বয়। উত্তরপ্রদেশের লখনউ-র ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তি অনলাইনে iPhone অর্ডার করেছিলেন। আনুমানিক যার দাম দেড়লক্ষ টাকা।
খুন করার পর ইন্দিরা ক্যানেলে অভিযুক্তের দেহ ফেলে দেওয়া হয়। দেহটি উদ্ধারের জন্য SDRF কে খবর দেওয়া হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার শশাঙ্ক সিং জানিয়েছেন চিনহাট থেকে গজানন নামে এক ব্যক্তি iPhone এর অর্ডার করেন। ক্যাস অন ডেলিভারি অপশনটি বেছে নেন তিনি। “২৩ শে সেপ্টেম্বর ডেলিভারি বয় ভারত সাহু iPhone টি ডেলিবারি করতে যান। গজাননের ঠিকানায় পৌঁছতেই ভারত সাহুকে গজানন ও তাঁর সঙ্গী খুন করেন। সাহুকে শ্বাসরোধ করে খুন করার পর তাঁর দেহ বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়া হয়।“
আরও পড়ুন : আবারও ফিরে গেলেন সম্পূর্ণ কর্মবিরতিতে, এবার জুনিয়র চিকিৎসকদের দাবি ৫ থেকে বেড়ে ১০
২ দিন ধরে সাহু বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকেরা চিনহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সাহুর কল ডিটেলস ঘাঁটে এবং তাঁর লোকেশন ট্যাক করার চেষ্টা করে। সেখান থেকেই গজাননের কথা জানতে পারে পুলিশ। গজাননের বন্ধু আকাশের কাছে পৌঁছে যায়। জিজ্ঞাসাবাদের সময় আকাশ ভেঙে পড়েন এবং iPhone ডেলিভারি সংক্রান্ত তাদের অপরাধের কথা জানায়।