
নয়াদিল্লি: দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রামে একজন দোকানের এক কর্মীর উপর প্রকাশ্যে গুলি (Shoot) চালালো এক ব্যক্তি। শনিবার গুরুগ্রামের সেক্টর ২২-এর একটি দোকানে জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। দোকানের নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে তাঁকে গালিগালাজ করে ওই ব্যক্তি বলে অভিযোগ। এরপর দোকান থেকে কেনা জিনিসপত্র দোকানের কাছে পার্ক করা তাঁর গাড়িতে তুলে দেওয়ার জন্য দাবী জানায় ওই ব্যক্তি। দোকানটির নিরাপত্তা ম্যানেজার রুপেন্দ্র সিং জানিয়েছেন, ওই ব্যক্তির দাবি অনুযায়ী আশিস নামক একজন কর্মী জিনিসগুলো গাড়িতে তুলে দিতে যান।
আরও পড়ুন- বিশ্বকাপে পরিষ্কার-পরিচ্ছন্নতার দৃষ্টান্ত, জাপানের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত
ওই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর পিস্তল বের করে সেটিকে লোড করতে শুরু করে এবং আচমকা ওই দোকানের কর্মীর উপর গুলি (Shoot) চালায়। কোনক্রমে প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন আশিস নামক ওই কর্মী। ঘটনার বিবরণ জানিয়ে পালাম বিহার থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উল্লেখ্য, চলতি সপ্তাহেই দিল্লির নারেলার একটি হোটেলে গুলি চলার ঘটনা সামনে আসে।
আরও পড়ুন- মর্মান্তিক, পিকনিক করতে গিয়ে ছবি তোলার সময় জলপ্রপাতে ডুবে মৃত ৪ তরুণী
একটি OYO হোটেলে নিজের প্রেমিকাকে গুলি করে হত্যা করেন এক বিবাহিত ব্যক্তি। তারপর নিজের মাথায় গুলি করে আত্মহত্যারও চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। প্রেমিকা মারা গেলেও কোনক্রমে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। প্রবীণ ওরফে সিটু (৩৮) নামক ওই ব্যক্তি প্রেমিকা গীতাকে হোটেলের ঘরে গুলি (Shoot) করে হত্যার পর মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার পর সিটুকে আটক করেছিল দিল্লি পুলিশ। গীতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় সিটুকে।