খাস ডেস্ক: সারা দেশজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে জাতীয় সংবাদমাধ্যম তুলে ধরছে একের পর এক ধর্ষণের ঘটনা। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ফের নতুন করে আরেকটি ধর্ষণের ঘটনা সামনে এল। শুধু তাই নয়, ধর্ষক পুলিশ হেফাজত থেকে পালিয়েছে। পরে পুলিশ তাকে পাকড়াও করতে গেলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিজের পায়ে গুলি চালায়। এরপর পুলিশ অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রের খবর, ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোতোয়ালি থানার দেওরিয়ায়। যাকে ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটির বয়স সাত বছর। ধর্ষণের ঘটনাটি ঘটেছে রবিবার। অভিযুক্তের নাম শফিউল্লাহ।
কোতোয়ালির দেওরিয়ার এএসপি দীপেন্দ্র নাথ জানিয়েছেন, পুলিশ শফিউল্লাহকে গ্রেফতার করার পরে সে পুলিশি হেফাজত থেকে পালায়। এরপর শফিউল্লাহের হদিশ পেতে পুবিশ তিনটি দল গঠন করে।
পুলিশ জানিয়েছে, তল্লাশি চালিয়ে পুলিশ সোনুঘাট ক্রসিং এলাকায় ধর্ষণের অভিযুক্ত শফিউল্লাহর হদিশ পায়। এরপর শফিউল্লাহ পকেট থেকে রিভলবার বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। তারপর গ্রেফতার হওয়ার আগে শফিউল্লাহ নিজের পায়ে গুলি চালায়।
এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা প্রশান্ত উমরাও এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ধর্ষণে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন মুহাম্মদ শফিউল্লাহ।