খাস ডেস্ক: দেশজুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা। কলকাতার আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পরে দেশজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা প্রকাশ করছে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর ফলে আদতে আন্তর্জাতিক মহলেও ভারতের মুখ পুড়েছে।
দেশের বিজেপিশাসিত রাজ্যগুলোতে ধর্ষণের ঘটনা ক্রমবর্ধমান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত তথ্যানুসারে, দেশের বিজেপিশাসিত রাজ্যগুলোতে যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে নতুন করে উত্তরপ্রদেশে আরেকটি ধর্ষণের ঘটনা সামনে এল।
পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে তার প্রতিবেশী ২৭ বছরের যুবক। পুলিশ সুপার রাজেশ এস জানিয়েছেন, অভিযুক্তের নাম ঋষভ কুমার। একই কলোনির বাসিন্দা ১২ বছরের ওই নাবালিকাকে ভুলিয়ে নিজের বাড়িতে ডেকে এনে ঋষভ তাকে আটকে রাখে। এরপর ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওই নাবালিকা নির্যাতিতা হওয়ার পরে কোনওক্রমে পালিয়ে ঘটনার খবর পরিবারের লোকজনদের জানায়। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। অন্যদিকে, নির্যাতিতা কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপিশাসিত রাজ্য অসমেও নাবালিকা ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।