
ওড়িশা: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পুরির জগন্নাথ মন্দিরের পাশে থাকা একটি শপিং মলে। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে।
বুধবার গভীর রাতে ওড়িশার পুরীর মন্দিরের পাশে থাকা একটি শপিং কমপ্লেক্সে আগুন লাগে। ১২ পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। সূত্রে জানা গিয়েছে প্রায় ৪০টি দোকান পুড়ে চাই হয়ে গিয়েছে। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এখনও। অগ্নিকাণ্ডের পর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্স থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বলেই জানানো হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন লাগার পরেই ক্ষয়ক্ষতি রুখতে সেখানে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়।
Odisha | A fire broke out at Laxmi Market Complex in Puri. Three people got injured and admitted to hospital. The cause of the fire is yet to be ascertained. Fire tenders are present at the spot. Efforts underway to douse the fire: Gokul Ranjan Das, IIC Town Police Station, Puri pic.twitter.com/RJ12Xxb3nH
— ANI (@ANI) March 8, 2023
পুরী আইআইসি টাউন থানার, গোকুল রঞ্জন দাসের মতে, “দমকল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।” শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত এই ভবনটির এক তলায় একটি হোটেলও রয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে আসা প্রায় ১০৬ পর্যটককে হোটেল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিল্ডিংটির এক তলায় একটি ব্যাঙ্কও রয়েছে।