খাসডেস্ক : কানাঘুষো চলছিল। আগামীদিনে তামিলনাডুর উপ-মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন স্ট্যালিন পুত্র উধয়নিধি (UDHAYANIDHI STALIN)। এবার ঘটনার সত্যতা নিয়ে মুখ খুললেন অভিনেতা-প্রযোজক-রাজনীতিবিদ। ‘পুরোটাই গুজব’, বলে দাবি করলেন দক্ষিনী রাজ্যের মন্ত্রী উধয়নিধি। ‘সিএমকেই জিজ্ঞাসা করুন। তিনি সিদ্ধান্ত নেবেন কে উপ-মুখ্যমন্ত্রী হবেন।‘ প্রশ্নের উত্তর দেওয়ার সময় আরও যোগ করলেন উধয়নিধি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও অধরা দুটি দাবি, আবার আলোচনা চাইছেন জুনিয়র চিকিৎসকরা
উল্লেখ্য চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে পুত্র উধয়নিধি স্ট্যালিনকে (UDHAYANIDHI STALIN) রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রীর করার ইঙ্গিত দিয়েছিলেন খোদ স্ট্যালিনই। তামিলনাডুর মন্ত্রী রাজাকান্নাপন এক বক্তৃতায় উধয়নিধিকে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করে পরে তাঁর ভুল স্বীকার করে নেন। নিজের ভুল স্বীকার করে রাজাকান্নাপন বলেন ১৯ শে অগাস্টের পর উধয়নিধিকে উপ-মুখ্যমন্ত্রী বলা উচিৎ।
আরও পড়ুন: ওরা কারা, সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজনদের উপস্থিতি, কোর্টে জানাল সিবিআই
পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রাজাকান্নাপন বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন মেডিসিন ও শিক্ষা দুটি চোখের মতো। তিনি শিক্ষার মতো বিষয়ের দারুণ প্রশংসা করেন। স্কিল ডেভেলপমেন্ট দফতরটি উপ-মুখ্যমন্ত্রীর আওতায় পড়ে। দু:খিত উধয়নিধির আওতায় পড়ে। ও দু:খিত, তাঁকে তো ১৯ শে অগাস্টের আগে উপ-মুখ্যমন্ত্রী বলা যাবে না।“ রাজ্যের স্পোর্টস ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী উধয়নিধি স্ট্যালিন (UDHAYANIDHI STALIN)। উদয়নিধি স্ট্যালিন বিশেষ কর্মসূচি বাস্তবায়নের মূল পোর্টফোলিও পরিচালনা করে থাকেন।