ভুবনেশ্বর: মিড ডে মিলের (Mid-day-meal) খাবার খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া (Student)। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় স্কুলের বাকি পড়ুয়া সহ শিক্ষকদের মধ্যে। বর্তমানে অসুস্থ পড়ুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে মিড ডে মিলের খাবার খেয়ে কীভাবেই এত পড়ুয়া এক সঙ্গে অসুস্থ?
ঘটনাটি ঘটেছে ওড়িশার (Orissa) বালেশ্বরের (Balasore) শ্রীপুর গ্রামের একটি স্কুলে। মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ১০০ জন পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিলে (Mid-day-meal) ভাত এবং তরকারি দেওয়ার সময় হঠাৎই এক ছাত্র দেখে তার খাবারে একটি আস্ত টিকটিকি (Lizard)। এই খবর স্কুল কর্তৃপক্ষের কানে যেতেই তাঁরা তড়িঘড়ি বন্ধ করে দেয় মিড ডে মিল দেওয়া। তবে ততক্ষণে বেশ কিছু পড়ুয়া খাবার খেয়ে নিয়েছিল।
যথারীতি মিড ডে মিল (Mid-day-meal) খেয়ে নেওয়া পড়ুয়ারা অসুস্থ বোধ করতে শুরু করে। পড়ুয়াদের শুরু হয় কারোর পেটে ব্যাথা তো কারোর বুকে ব্যাথা। কেউ আবার বমিও করতে থাকে। অবস্থা খারাপ হতে পারে বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ গ্রামবাসীদের সহায়তায় অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে (Hospital)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক পড়ুয়াকে আবার অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। কী ভাবে এই ঘটনাটি ঘটল তা স্কুল কর্তৃপক্ষের কাছেও জানতে চাওয়া হয়েছে। তবে কী স্কুল কর্তৃপক্ষের নজরদারিতে কোনো গাফিলতি ছিল? প্রশ্ন উঠছে অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।