মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইনকে আগেই সমর্থন জানিয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে৷ আগামী ৯ ফেব্রুয়ারি সিএএ’র সমর্থনে বিশাল মিছিলের ডাক দিয়েছেন তিনি৷ তার আগে বাংলাদেশিদের ভারত ছাড়ার হুমকি দিল এমএনএস৷ মঙ্গলবার সকালে সেই হুমকি পোস্টারের দেখা মিলল মুম্বইয়ের পানভেল এলাকায়৷
পোস্টারে লেখা, বাংলাদেশিরা ভারত ছাড়ো৷ নইলে এমএনএস নিজস্ব স্টাইলে তাদের দেশ ছাড়া করবে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজস্ব স্টাইল বলতে কী বোঝানো হয়েছে তা বোঝা কষ্টসাধ্য নয়৷ এমএনএসের অতীত রেকর্ড রয়েছে, অমারাঠাদের উপর মারধোর ও আক্রমণের৷ পোস্টারে সেই হুমকি দেওয়া হয়েছে৷ ওই পোস্টারের উপরে রয়েছে এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং তাঁর ছেলে অমিত ঠাকরের ছবি৷ পানভেল এলাকার একাধিক জায়গায় দেখা গিয়েছে এই পোস্টার৷
মোদী সরকারের আনা সিএএ’র বিরুদ্ধে যখন বিরোধীরা এককাট্টা, তখন স্রোতের বিপরীতে হেঁটে এই আইনকে সমর্থন করেছেন রাজ ঠাকরে৷ গত ২৪ জানুয়ারি রাজ একটি জনসভায় জানিয়েছিলেন, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও পাকিস্তানিদের দেশ ছাড়া করা হবে৷ ফেব্রুয়ারি মাসে সিএএ’র সমর্থনে বিশাল মিছিল করবে এমএনএস৷ সিএএ নিয়ে বিতর্ক হতেই পারে৷ কিন্তু যারা অবৈধভাবে বাইরে থেকে এখানে এসেছে তাদের কেন ঠাঁই দেওয়া হবে? প্রশ্ন ছুড়ে দেন রাজ ঠাকরে৷
তিনি আরও জানান, ভারত ধর্মশালা নয়৷ বাংলাদেশ ও পাকিস্তান থেকে যারা এদেশে এসেছে তাদের এখান থেকে তাড়ানো হবে৷ মানবতা রক্ষা করার কোনও চুক্তিতে সই করেনি ভারত৷