মুম্বই: দাদা ভারতের সবচেয়ে বড় শিল্পপতির একজন। আর ভাই কিনা থাকেন মুম্বাইয়ের কোলাভায় একটি ছোট্ট 2BHK ফ্ল্যাটে। কেউ তাঁকে চেনে না। তিনিও চেনাতে আগ্রহী নন। শুধু এক শান্ত, নিরলস জীবন চান।
তিনি টাটাগোষ্ঠী’র বর্তমান কর্ণধার রতন টাটার ছোটভাই। নাম, জিম্মি টাটা। এই যে টাটাদের এতবড় সাম্রাজ্য— এত ব্যবসা, তিনি এসবে কখনওই আগ্রহী ছিলেন না। তাই কেউ তাঁর খোঁজও রাখেন না।
আরও পড়ুন: নেতাদের কথায় প্রভাবিত, টিকা না নিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করলেন জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী
খোঁজ রেখেছেন কেবল একজন। RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা-ই কেবল ৮১ বছরের জিম্মির খোঁজখবর রাখেন। খুব ভাল বন্ধু তাঁরা। এই হর্ষ-ই টুইটারে জিম্মির একটি ছবি দিয়ে তাঁর আসল পরিচয় তুলে ধরেছেন। তিনি লেখেন, “রতন টাটার ৮১ বছর বয়স্ক ছোটভাই ভাই জিম্মি ব্যবসাপাতিতে কখনওই আগ্রহী ছিলেন না। তিনি কোলাভার একটি ছোট্ট ফ্ল্যাটে নির্ঝঞ্ঝাট জীবন কাটাচ্ছেন।”
https://twitter.com/hvgoenka/status/1483761998370598921 t=_grT0QCqDFY8pB3hcLETLg&s=19
হর্ষের এই টুইটে স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি হয়েছে টুইটারে। নেটিজেনদের অনেকেই জিম্মির কথা জানেন না। তাঁরা কৌতূহল প্রকাশ করেছেন। কেউ কেউ জিম্মির সুস্থতাও কামনা করছেন। এদিকে হর্ষ তাঁর বন্ধুর একটি গুণের কথাও তুলে ধরেন। বলেন, “জিম্মি খুব ভাল স্কোয়াশ খেলতেন। প্রতিবারই আমাকে হারিয়ে দিতেন।”