
শ্রীনগর: ফের জঙ্গি হানায় লাল হয়েছে জম্মু-কাশ্মীরের মাটি। নতুন করে আতঙ্ক বৃদ্ধি করেছে টার্গেট কিলিং-এর ঘটনা। রবিবার পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিরা খুন করেছে এক সংখ্যালঘু হিন্দুকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে মানুষের মধ্যে সন্ত্রাসবাদের ভয় জেঁকে বসেছে।
পুলিশ জানিয়েছে , জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সঞ্জয় শর্মা নামের এক কাশ্মীরি হিন্দুর। তাঁকে আচানের বাসিন্দা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাড়ি থেকে রবিবার স্থানীয় বাজারে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার উপর গুলি চালায়। আচমকা চালানো গুলিতে সঞ্জয় শর্মা গুরুতর আহত হন। তাকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত কাশ্মীরি হিন্দু একটি ব্যাঙ্কে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: “আসল হিংসা তো এখনও বাকি আছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে”, নয়া হুঁশিয়ারি খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের
কাশ্মীর জোন পুলিশ একটি টুইটে ঘটনার কথা নিশ্চিত করেছে। টুইটে লিখেছে, “সন্ত্রাসবাদীরা স্থানীয় বাজারে যাওয়ার সময় আচান পুলওয়ামার সঞ্জয় শর্মা নামে এক সংখ্যালঘু সাধারণ নাগরিকের উপর গুলি চালায়।” এই হত্যাকাণ্ডের পর সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য গ্রামে সশস্ত্র প্রহরী মোতায়েন করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। গত চার মাসের মধ্যে এটিই প্রথম কোনো হিন্দু নাগরিকের ওপর হামলা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।