নয়াদিল্লি: জামিয়ার হিংসার ঘটনায় চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ৷ চার্জশিটে শারজিল ইমামকেই হিংসার মূল চক্রী হিসেবে তুলে ধরা হয়েছে৷ তবে ওই চার্জশিটে জামিয়ার কোনও পড়ুয়ার নাম নেই৷
জামিয়া কাণ্ডের ঠিক দু’মাসের মাথায় দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে এই চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ৷ হিংসায় ইন্ধন জোগানোর জন্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শারজিল ইমামের নাম সেই চার্জশিটে রাখা হয়েছে৷ এছাড়া চার্জশিটে আরও ১৮ জনের নাম রয়েছে, যাঁদের বিরুদ্ধে পুলিশ খুনের চেষ্টা, দাঙ্গা, অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কর্মীদের কাজে বাধাদান ও মারধরের অভিযোগ এনেছে৷ এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা৷
চার্জশিটে পুলিশ জানিয়েছে, সেদিন বিক্ষোভস্থল থেকে ৩.২ এমএম পিস্তলের ফাঁকা কার্তুজ মিলেছে৷ এছাড়া ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ জামিয়ার হিংসার ঘটনায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া নামে মৌলবাদী সংস্থার ভূমিকা ঠিক কতটা সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷ এদিকে শারজিল ইমামকে আদালতে পেশ করা হলে তাঁর ৩ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত৷
উল্লেখ্য, গত বছর ১৫ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব বিরুদ্ধে প্রতিবাদের সময় হিংসার ঘটনা ঘটে জামিয়া ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে৷ অশান্তির জেরে ৯৭ জন জখম হন৷ এর মধ্যে ৪৭ জন পুলিশ কর্মী৷