শ্রীনগর: ২০১৯ সালে কেন্দ্র ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে জম্মু-কাশ্মীরে। এই ভোট নিয়েই সরগম রাজনৈতিক মহল। ভারতের ভূস্বর্গ কোন রাজনৈতিক দলের দখলে থাকবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আম আদমি পার্টি। এবার প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।
ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে জম্মু-কাশ্মীরে। আসন নিয়ে রফা হওয়ার পর কংগ্রেস সোমবার জম্মু ও কাশ্মীরের তিন ধাপের বিধানসভা নির্বাচনের জন্য ৯ জনের প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। দলের সাধারণ সম্পাদক গোলাম আহমদ মীরকে ডোরু থেকে এবং বানিহাল থেকে প্রাক্তন রাজ্য ইউনিট প্রধান ভিকার রসুল ওয়ানিকে ময়দানে নামানো হয়েছে। কংগ্রেস মিত্র ন্যাশনাল কনফারেন্সের (NC) সঙ্গে আসন ভাগাভাগির চুক্তি করার পরে এই ঘোষণা করা হয়েছে। ৯০টি আসনের মধ্যে, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য যথাক্রমে ৫১টি এবং ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হয়েছে। কংগ্রেস, দলটি ত্রাল আসন থেকে সুরিন্দর সিং চান্নি, দেবসার থেকে আমানুল্লাহ মান্টু, অনন্তনাগ থেকে পীরজাদা মোহাম্মদ সৈয়দ, ইন্দারওয়াল থেকে শেখ জাফরুল্লাহ, ভাদারওয়াহ থেকে নাদিম শরিফ, ডোডা থেকে শেখ রিয়াজ এবং ডোডা পশ্চিম থেকে প্রদীপ কুমার ভগতকে প্রার্থী করেছে।
অন্যদিকে সিপিআই(এম) এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টিকে (জেকেএনপিপি) একটি করে আসন বরাদ্দ করা হয়েছে। শ্রীনগরে এনসি সভাপতি ফারুক আবদুল্লাহর বাসভবনে বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা করেছে। তারা আরও বলেছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটি আসনে “বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা” হবে । জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে ৪ অক্টোবর।