খাস ডেস্ক: জম্মুকাশ্মীরে নির্বাচন আসন্ন। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন খাড়্গে বলেছেন, কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট ক্ষমতায় এলে কয়েকটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হবে। কী সেই প্রতিশ্রুতিগুলো?
এদিন অনন্তনাগে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য পেশ করার আগে মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ২৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা বাবদ বরাদ্দ করা হবে। এছাড়াও আরও কয়েকদফা প্রতিশ্রুতি দিয়েছেন খাড়্গে। খাড়্গে জানিয়েছেন, জম্মুকাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট ক্ষমতাসীন হলে মহিলাদের উন্নয়নে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে। যেমন, পরিবারের প্রধান মহিলাদের মাসিক তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া বিনা সুদে ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে।
সূত্রের খবর, এদিন ওই নির্বাচনী সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা থেকে শুরু করে কংগ্রেসের অন্য প্রবীণ নেতারা। এঁদের মধ্যে ছিলেন কেসি ভেনুগোপাল, সুবোধ পন্থ প্রমুখ।
এর আগে জম্মুকাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিও ভোটারদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতি মাসে জম্মুকাশ্মীরের বাসিন্দা প্রবীণ মহিলারা ক্ষমতায় এলে মাসে ১৮ হাজার টাকা করে তাঁদের সহায়তা করা হবে। এছাড়া ৫ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।