29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home জাতীয় খবর পুলওয়ামা হামলায় জড়িত জইশের শীর্ষ জঙ্গি-সহ এনকাউন্টারে খতম তিন

পুলওয়ামা হামলায় জড়িত জইশের শীর্ষ জঙ্গি-সহ এনকাউন্টারে খতম তিন

শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে জঙ্গি নিধন অভিযানে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেল৷ শনিবার দীর্ঘক্ষণ এনকাউন্টার চলার পর অবশেষে খতম হয়েছে তিন জঙ্গি৷ নিহত জঙ্গিদের মধ্যে একজন জইশের শীর্ষ কমান্ডো৷ পুলওয়ামা হামলার সঙ্গেও জড়িত ছিল সে৷ সেই কুখ্যাত জঙ্গি কারি ওয়াসিরকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী৷

- Advertisement -

শনিবার রাতে কাশ্মীর পুলিশের তরফে ত্রালের এনকাউন্টার নিয়ে বিবৃতি দেওয়া হয়৷ তাতে বলা হয়, অবন্তিপোরায় এনকাউন্টারে নিহত জঙ্গিদের পরিচয় জানা গিয়েছে৷ এরা হল বুরহান শেইখ, আবু উসমান এবং কারি ওয়াসির৷ বুরহান শেইখ কাশ্মীরের ত্রালের বাসিন্দা৷ বাকি দু’জন পাক নাগরিক৷ পুলিশের রেকর্ড খতিয়ে দেখা গিয়েছে, এরা উপত্যকায় একাধিক নাশকতা ও নাগরিক হত্যার ঘটনার সঙ্গে যুক্ত ছিল৷ বিশেষ করে কারি ওয়াসির৷ সে কাশ্মীরে জইশ সংগঠনের অন্যতম শীর্ষ কমান্ডার ছিল৷

উল্লেখ্য, শনিবার কাশ্মীরের অবন্তিপোরায় সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াই বাধে৷ নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল, অবন্তিপোরার ত্রালের হারি-পারি এলাকায় লুকিয়ে রয়েছে একদল জঙ্গি৷ সেই মতো অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷

- Advertisement -

এদিকে এলাকায় নিরাপত্তা বাহিনীর গতিবিধি টের পেয়ে যায় জঙ্গিরা৷ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা৷ পাল্টা জবাব দেয় বাহিনীও৷ শুরু হয় দু’পক্ষের তীব্র গুলির লড়াই৷ দীর্ঘক্ষণ চলে এই গুলির লড়াই৷ বিকালের মধ্যেই তিন জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী৷ তবে এনকাউন্টারের সময় আহত হন তিন জওয়ান৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে মেজর জেনারেল কেজিএস ধিঁলো জানান, ২৬ জানুয়ারি কাশ্মীরে বড় ধরণের নাশকতা ঘটানোর ছক ছিল জঙ্গিদের৷ সেই ছক বানচাল করা গিয়েছে৷

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...