29 C
Kolkata
Friday, October 11, 2024
Home জাতীয় খবর তিন দশকের বেশি সময় ছিলেন বাংলাদেশের জেলে , নিজের দেশ ভারতে ফিরলেন...

তিন দশকের বেশি সময় ছিলেন বাংলাদেশের জেলে , নিজের দেশ ভারতে ফিরলেন ব্যক্তি

আগরতলা: কোটা আন্দোলন নিয়ে কয়েকদিন আগে পর্যন্ত উত্তাল ছিল বাংলাদেশ। তবে সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিষয় নিয়ে চর্চায় ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশের জেল থেকে তিন দশক পর মুক্তি পেয়ে ভারতে ফিরলেন  ত্রিপুরার সিপাহীজলা জেলার এক ব্যক্তি।

- Advertisement -

জানা গিয়েছে  ত্রিপুরার সিপাহীজলা জেলার শাহজাহান  বাংলাদেশের কারাগারে ৩৭ বছর কাটিয়ে দেশে ফিরেছেন। শাহজাহান বিএসএফ সদস্যদের সহায়তায় শ্রীমন্তপুর স্থল শুল্ক স্টেশন হয়ে ভারতে ফিরে আসেন।সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী গ্রাম রবীন্দ্রনগরের বাসিন্দা শাহজাহান ১৯৮৮ সালে বাংলাদেশের কুমিল্লায় তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সফরকালে পুলিশ তার আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে বলেই সরকারি আধিকারিকরা জানিয়েছেন। শাহজাহান সাংবাদিকদের বলেন, ” ২৫  বছর বয়সে, কুমিল্লার একটি আদালত আমাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল। আমার সাজা শেষ হওয়া সত্ত্বেও, আমি মুক্তি পাইনি এবং  ২৬ বছর অতিরিক্ত হেফাজতে কাটিয়েছি, আমাকে দেশে ফেরার অনুমতি দেওয়ার আগে মোট  ৩৭ বছর জেলে ছিলাম।” তাঁর অভিযোগ, “কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ১১ বছর কারাভোগের পর, মিথ্যা অভিযোগে আমাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছিল এবং সেখানে অতিরিক্ত ২৬ বছর কাটিয়েছি।”

Man returned to India after jailed in Bangladesh for 37 years

- Advertisement -

জানিয়ে রাখা ভালো,  শাহজাহানের প্রতি অবিচারের বিষয়টি কয়েক মাস আগে গণমাধ্যমে প্রকাশিত হয়। তার দুর্দশা জারা ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করেছিল। জারা ফাউন্ডেশনের একটি সংস্থা যা বিদেশে আটকে পড়া অভিবাসীদের সাহায্য করার জন্য  কাজ করে। এমনটাই  শাহজাহানের পরিবার জানিয়েছে। জারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশাহিদ আলী শাহজাহানের মুক্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেন। অনেক আইনি প্রক্রিয়ার পর, অবশেষে মঙ্গলবার শাহজাহানকে শ্রীমন্তপুর এলসিএস-এ বিএসএফ কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন  শাহজাহান ৬২ বছর বয়সী। শাহজাহান যখন ২৬ বছরের  জেলে গিয়েছিলেন তখন তাঁর  স্ত্রী গর্ভবতী ছিলেন। ফিরে আসার পর  তাঁর ছেলে তাকে প্রথমবার শারীরিকভাবে দেখেছিল। তিনি জেল থেকে ছাড়া পেয়ে বলেছেন, “আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মনে হচ্ছে আমি স্বর্গে আছি। এটা আমার জন্য পুনর্জন্মের মতো। আমি কখনো ভাবিনি যে আমি এই জীবনে আমার জন্মস্থানে ফিরব। এটা জারা ফাউন্ডেশন যা আমাকে ঘরে ফিরিয়ে এনেছে। আমি সারাজীবন সংগঠনের কাছে ঋণী থাকব।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...