খাস ডেস্ক: সোমবার সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ একটি রায় ঘোষণা করল। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, কোনও ধরনের অপরাধে ধৃত ব্যক্তি সংশোধনাগারে থাকাকালীন অন্য কোনও অপরাধে অভিযুক্ত হলেও ওই ব্যক্তি অন্তর্বর্তী জামিনের জন্যে আদালতে আর্জি জানাতে পারবেন। সূত্রের খবর, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে অন্য দুই বিচারপতি হিসেবে ছিলেন জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আরও জানিয়েছে, কোনও অপরাধে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হওয়ার পরে সংশোধনাগারে থাকাকালীন তার বিরুদ্ধে যদি অন্য কোনও ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে, তবে সংশোধনাগারে থাকাকালীনই আগাম জামিনের জন্যে আবেদন করতে পারবেন তিনি।
এছাড়াও এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বধীন বেঞ্চ এও জানিয়েছে, যদি ওই ব্যক্তি অন্য কোনও ফৌজদারি অপরাধে অভি্যুক্ত হয়ে গ্রেফতার হন, সেক্ষেত্রে তিনি জামিনের আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আইনজীবীদের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ২০২৩ সালে জনৈক ধনরাজ অশ্বিনী এসম্পর্কে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন। এই মামলার জেরে এদিন এই রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত।