বেঙ্গালুরু: ছোট থেকেই স্বপ্নের উড়ানে উড়তে ভালো লাগে ক্ষুদেরই৷ কেউ হতে চায় ডাক্তার, তো কেউবা শিক্ষক৷ তবে অনেকেই আকাশে উড়ে যাওয়ার স্বপ্ন দেখে৷ এবার সেই ক্ষুদেদের স্বপ্নপূরণে এগিয়ে এসেছে স্বয়ং ইসরো তথা দি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইসেশন৷
‘ইয়ং সাইন্টিস্ট প্রোগ্রামের’ জন্য নিয়োগ করছে ইসরো৷ আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা অবধি৷ আবেদন করা যাবে সরাসরি ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in এ৷ যে সমস্ত আবেদনকারী নির্বাচিত হবেন, তারা অংশ নিতে পারবেন সমস্ত কর্মসূচিতে৷ এই কর্মসূচিগুলো হবে ইসরোর চারটে সেন্টারে মে ১১ থেকে ২২ পর্যন্ত৷
প্রত্যেক রাজ্য বা কেন্দ্র-শাসিত অঞ্চল থেকে ৩ জন করে ছাত্র বা ছাত্রীকে বেছে নেওয়া হবে৷ আবেদন গ্রহণ করা হবে অনলাইনের মাধ্যমে৷ যারা অষ্টম শ্রেণি পাশ করেছে এবং নবম শ্রেণিতে পড়ছে, তারা আবেদন করতে পারবে৷ অষ্টম শ্রেণিতে পাওয়া নম্বরের ৬০ শতাংশ নেওয়া হবে এবং স্কুলে বা জেলাস্তরে কোন পুরস্কার জিতলে তার ১০ শতাংশ নেওয়া হবে৷ এনসিসি, এনএসএস বা এই ধরণের প্রশিক্ষণের জন্য বরাদ্দ ৫ শতাংশ এবং যারা জেলার বিদ্যালয়ে পড়াশুনা করে তাদের জন্য থাকছে ১৫ শতাংশ নম্বর৷
এক নজরে দেখে নেওয়া যাক আবেদন করার প্রক্রিয়া –
১. ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in এ যেতে হবে
২. ওয়েবসাইটের হোমপেজে ‘যুবিকা ইয়ং সাইন্টিস্ট’ লিঙ্কে ক্লিক করুন
৩. এরপর এপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন
৪. নিজের ডিটেল্স দিয়ে নিজের নাম নথিভুক্ত করুন
৫. এবার নিজের তথ্য দিয়ে লগ-ইন করুন
৬. ফর্ম ভরে ছবি আপলোড করুন
৭. পেমেন্ট করুন
যারা এই প্রক্রিয়া উত্তীর্ণ করবেন, তাদের নামের তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ৷ এরপর সেই আবেদনকারী তাদের অ্যাটাস্টেট সার্টিফিকেট অনলাইনে দিতে হবে ২৩ মার্চের মধ্যে৷ সেগুলো পর্যবেক্ষণ করার পর নামের তালিকা প্রকাশ করা হবে ৩০ মার্চ৷