খাস ডেস্ক: ভারতীয় গবেষণা সংস্থা ইসরো(ISRO) শুক্রবার আর্থ অবজারভেশন উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে। এদিন সতীশ ধাওয়ান সেন্টারের লঞ্চ প্যাড থেকে উপগ্রহটি সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।
ইসরো সূত্রে জানা গিয়েছে, এদিন যে উপগ্রহটি কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে সেটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইএএস – ০৮ বহনকারী বলে জানা গিয়েছে।
যে আর্থ অবজারভেশন উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে সেটিতে তিনটি ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পে-লোড রয়েছে। ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড পে-লোডগুলো এমনভাবে নকশা্ করা হয়েছে, এতে মিড-ওয়েভ আইআর এবং লং ওয়েড আই আর ব্র্যান্ড রয়েছে। যাতে দিনের বেলা ও রাতের বেলায় ওরা ছবি তুলতে পারবে।
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উপগ্রহগুলোর মাধ্যমে যে সমস্ত বিষয়ে নজরদারি করা যাবে তার মধ্যে রয়েছে পরিবেশ সম্পর্কিত নজরদারি, আগ্নেয়গিরিগুলোর সম্পর্কিত গতিপ্রকৃতি তথ্য এবং শিল্প ও বিদ্যুত সম্পর্কিত নজরদারি।
ইন্ডিয়ান প্লেস রিসার্চ অর্গানাইজেশন অথবা রিসার্চ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ১৭ নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটি কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। উপগ্রহটি পাঠানো হয়েছে পৃথিবী থেকে ৪৭৫ কিলোমিটার উচ্চতায়।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সফল উৎক্ষেপণের খবর জানিয়েছেন। সাম্প্রতিককালে ইসরো দেশীয় প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণায় একের পর এক সাফল্য লাভ করেছে। চন্দ্রযান থ্রি প্রকল্পের সাফল্য মহাকাশ গবেষণায় ভারতকে নতুন পথ দেখিয়েছে।
এরপর ফের নতুন করে সাফল্য পেল ইসরো। ইসরো জানিয়েছে, উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করার জন্যে।