খাস ডেস্ক: পুনরায় শক্তিশালী হয়ে ফিরেছে করোনা। দিন দিন দাপট বাড়ছে। যার জেরে নিয়ন্ত্রিত পরিসংখ্যানে বিশাল পরিবর্তন এসেছে। তবে পরিস্থিতি সামাল দিতে মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বিধিও মানতে বলা হচ্ছে।
তবে প্রাপ্তবয়স্কদের থেকে শুরু করে ছোটদের মধ্যেও মাস্ক ব্যবহার নিয়ে একাধিক অনীহা রয়েছে। কিন্তু পাঁচ বছরের কম বয়সীদের কী আদৌও মাস্ক পরা জরুরী? এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন-TET-এ নয়া জট, আরও কড়া হুঁশিয়ারি জারি হাইকোর্টের
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ বছরের কম বয়সীদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। যেমন ১৮ বছরের কম বয়সীদের করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল বা মনোক্লোনাল অ্যান্টিবডির প্রয়োজন নেই, ঠিক তেমনই ছোটদের ও মাস্ক ব্যবহার না করলে হবে।
একইসঙ্গে নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সীদের যেমন মাস্ক পরার প্রয়োজন নেই, সেই রকম ভাবেই ছয় বছরের উর্দ্ধে শিশুরা মাস্ক পরতে পারে। কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। কিন্তু ১২ বছরের উর্দ্ধে সকলেরই মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এছাড়াও ওই নির্দেশিকায় একাধিক সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।