খাস ডেস্ক: সাইবার নিরাপত্তায় আরও জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গীভা্বে জড়িত। সাইবার নিরাপত্তা ব্যাহত হলে্ জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার এই বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শাহ আরও বলে্ছেন, সাইবার অপরাধ কোনওভাবে গণ্ডিবদ্ধ নয়। এই অপরাধ রুখতে সবাইকে একত্রে উদযোগ নিতে হবে।
২৪-এর নির্বাচনে এনডি্এ সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ভারত সরকার দাবি করছে, ভারতের মাটিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই তৎপর। ইতিমধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা পাক গুপ্তচরদের হদিশ পেতে দেশজুড়ে অভিযান চালিয়েছে। কে্ন্দ্রীয় সরকার এও দাবি করছে, জঙ্গি তৎপরতা-সহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে কেন্দ্রীয় সরকার তৎপর। এজন্যে জাতীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, সাইবার নিরাপত্তা ছাড়া দেশের উন্নতি কোনওভাবে সম্ভবপর হবে না। সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে রয়েছে ৫ হাজার সাইবার কম্যান্ডো তৈরি করা। আগামী ৫ বছরের ভিতর এই সাইবার কম্যান্ডোদের তৈরি করা হবে ভারতে সাইবার অপরাধ রুখতেই।
সূত্রের খবর, সারা বিশ্বের নিরিখে কেবলমাত্র ভারতেই ৪৬ শতাংশ সাইবার লেনদেন হয়ে থাকে। উল্লেখ্য, ২০১৮ সালেই সাইবার অপরাধ রুখতে কেন্দ্রীয় সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করে। এদিন শাহ বলেছেন, যেহেতু সাইবার অপরাধ জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এজন্যে এই অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সমস্ত সংস্থাগুলোর ভিতর সমন্বয় তৈরি করা হবে।