23 C
Kolkata
Tuesday, January 14, 2025
Home জাতীয় খবর নেই পর্যাপ্ত খাবার নেই সরঞ্জাম, সিয়াচেন-ডোকলামে জওয়ানদের অবস্থা শোচনীয়

নেই পর্যাপ্ত খাবার নেই সরঞ্জাম, সিয়াচেন-ডোকলামে জওয়ানদের অবস্থা শোচনীয়

নয়াদিল্লি: একে প্রতিকূল পরিবেশ, তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫৫ ডিগ্রিতে৷ তার উপর রয়েছে পোশাক ও খাবারের অভাব৷ দুইয়ে মিলে সিয়াচেন, লাদাখ এবং ডোকলামে পোস্টিং নেওয়া জওয়ানদের অবস্থা তথৈবচ৷

- Advertisement -

না আছে পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জাম না খাবার৷ নেই পর্যাপ্ত শীতের পোশাক, স্নো গগলস, মাল্টি পারপাস বুট, স্লিপিং ব্যাগ৷ সিয়াচেনের মতো উঁচু যুদ্ধক্ষেত্রগুলিতে এগুলি অতি প্রয়োজনীয় সরঞ্জাম৷ এগুলির অভাবে সিয়াচেনের মতো জায়গায় বেঁচে থাকা দুঃসাধ্য৷

ভারতীয় সেনার এই দুরাবস্থার ছবি ধরা পড়েছে ক্যাগ রিপোর্টে৷ ৩ ফেব্রুয়ারি এই রিপোর্ট সংসদে জমা পড়ে৷ সিয়াচেন, লাদাখ এবং ডোকলামে পোস্টিং ভারতীয় সেনার প্রকৃত অবস্থার ছবি উঠে এসেছে ২০১৭-১৮ সালের ক্যাগের রিপোর্টে৷ সেখানে বলা হয়েছে, আধুনিকীকরণের ছোঁয়া পৌঁছয়নি উচু যুদ্ধক্ষেত্রগুলিতে কর্মরত জওয়ানদের কাছে৷ পুরনো সরঞ্জাম দিয়েই কাজ চালাতে হচ্ছে তাদের৷ এছাড়া রয়েছে সময়মতো যুদ্ধ সরঞ্জাম কেনার মতো বিষয়টিও৷ বরাত দেওয়ার পরেও সেই সরঞ্জাম আসতে অনেক সময় লাগছে৷ অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে জিনিস আসছে দেরিতে৷ ফলে বাধ্য হয়ে সেই পুরনো জিনিসের ব্যবহার করতে হচ্ছে জওয়ানদের৷

- Advertisement -

এর সঙ্গে যুক্ত হয়েছে রেশন সমস্যা৷ ক্যাগ রিপোর্ট বলছে, উচ্চ যুদ্ধক্ষেত্রে কর্মরত জওয়ানদের খাবার অন্যরকম হওয়া উচিত৷ কিন্তু সেখানেও অভাব দেখা দিচ্ছে৷ যতটা ক্যালোরিযুক্ত খাবার একজন জওয়ানের পাওয়া উচিত তার চেয়ে অনেক কম ক্যালোরি পাচ্ছেন তারা৷ এতে কর্মদক্ষতা হারাচ্ছেন জওয়ানরা৷

এই নিয়ে ক্যাগ রিপোর্টে প্রতিরক্ষামন্ত্রকের বক্তব্য তুলে ধরেছে৷ সেখানে বলা হয়েছে, সেনার সদর দফতরে প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে৷ ধীরে ধীরে অভাব মিটিয়ে দেওয়া হচ্ছে৷ তাছাড়া ক্যাগ রিপোর্টে ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ সালের সময়কালকে ধরা হয়েছে৷ কিন্তু তারপর প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে৷ পোশাক বা অন্যান্য সরঞ্জামের ক্ষেত্রে যেসব অভাব ছিল তা অনেকটাই মেটানো হয়েছে৷ সিয়াচেনের মতো জায়গায় একজন জওয়ানের পোশাকের জন্য একলক্ষ টাকা খরচ হয়৷ পোশাক থেকে শুরু করে সরঞ্জামের আধুনিকীকরণের চেষ্টা প্রতিরক্ষা মন্ত্রক চেষ্টা করছে৷ আগে এই সব জিনিস আমদানি করা হত৷ এখন দেশেই এগুলি তৈরির উপর জোর দেওয়া হচ্ছে৷ এতে খরচ অনেকটাই কমে৷

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

২০২৫-এর ছুটির তালিকা, জেনে নিন একনজরে

কলকাতা: নতুন বছরে ছুটির তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারি ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী), তেমনই রাজ্যেরও সরকারি ছুটিও৷ একনজরে জেনে...

এই বিশেষ দিনেই দিল্লি থেকে শ্রীনগর প্রথম ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

খাস ডেস্কঃ রেলপথ ভারতের অন্যতম সংযোগের মাধ্যম। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব অনেকেটাই কমিয়ে দিয়েছে ভারতীয় রেল। এবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে...

যৌন তৃপ্তি ও কামসূত্র  

খাস ডেস্ক : যৌন সঙ্গম নয় যৌন তৃপ্তি নিয়েই কামসূত্র। সঙ্গম একটি শারীরিক ক্রিয়া, যেকোনো কেউ তাতে লিপ্ত হতে পারেন। কিন্তু তৃপ্তি বা pleasure...

বিবেকানন্দের চোখে খেলাধুলা

"...গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে।..." বিশ্বদীপ ব্যানার্জি:  মাদ্রাজ (অধুনা চেন্নাই), ১৮৯৭। ভরা ধর্মসভায় সদ্য বিশ্বজয় করে ফেরা সন্ন্যাসীর VEDANTA IN ITS...

খবর এই মুহূর্তে

বিদেশে গেলে স্ত্রীদের কাছে পাবেন না কোহলিরা? নতুন নিয়ম আনতে পারে BCCI

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে জোড়া ধাক্কার পর নয়া ফরমান জারি করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার জেরে কোপ পড়তে পারে ক্রিকেটারদের...

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরে রোহিত! টিম ইন্ডিয়ার নয়া নেতা কে?

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কবে অবসর নিচ্ছেন? সাম্প্রতিক কালে এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় চর্চার বিষয়। অবশেষে সেই সময় আসন্ন। একটি...

গৃহপালিত পশুর উপর হামলা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাঘ, বন্ধ করা হল স্কুল

খাস ডেস্কঃ ঘুরে বেড়াচ্ছে বাঘ। মারছে গৃহপালিত পশুদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই...

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে চলছেন রো-কো! বোর্ড সচিবের মন্তব্যে জল্পনা শুরু

স্পোর্টস ডেস্ক: মাত্র ছয় মাসেই কতকিছু বদলে যায়। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন...