খাস ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে যু্দ্ধ থামার কোনও আশা নেই। ছবির মতো সুন্দর দেশ ইউক্রেনে ব্যাপকভাবে ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয়দের একাংশকে নিয়োগ করা হয়েছে। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ওঁদের রাশিয়ায় নিয়ে গিয়ে এরপর জোর করে তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দাবি উঠেছে, যে সমস্ত ভারতীয়কে রাশিয়া সেনাবাহিনীতে নিয়োগ করছে তাঁদের যেন দেশে ফিরিয়ে আনা হয়। ভারতের এই দাবি মেনে নিয়েছে রাশিয়া। তৃতীয় দফায় রাশিয়া সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি জানান, যে সমস্ত ভারতীয়কে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে তাঁদের ভারতে ফি্রিয়ে আনতে হবে।
সেই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। সূত্রের খবর, শনিবার রাশিয়া থেকে ভারতে ফিরেছেন তেলেঙ্গানার বাসিন্দা মুহাম্মদ সুফিয়ান। সুফিয়ানকে কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাচার করা হয়েছিল। এরপর জোর করে তাঁকে সেনাকর্মী হিসেবে নিয়োগ করা হয়। ২২ বছরের সুফিয়ান তেলেঙ্গানার নারায়ণপেট জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত বছরের নভেম্বরে ভালো কাজের প্রলোভন দেখিয়ে কর্মসংস্থানের একটি সংস্থা সুফিয়ানকে রাশিয়া পাঠায়। সুফিয়ানের অভি্যোগ, তাঁকে বলা হয়েছিল রাশিয়ার একটি নিরাপত্তা সংস্থায় কাজ পাইয়ে দেওয়া হবে। এরপর তাঁকে তিনমাসের প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
এদিন সুফিয়ান দেশে ফেরার পরে তাঁর পরিবারের সদস্যরা যারপরনাই স্বস্তিতে। সূত্রের খবর, যে ভারতীয়দের জোর করে রাশিয়ার সেনাবাহিনীতে বেআইনিভাবে নিয়োগ করেছিল এঁদের মধ্যে ৪৬ জনকে উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে।