কলকাতা: কোটা সংস্কার আন্দোলনের জেরে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। গতকালও আগুন জ্বলছিল বাংলাদেশের রাস্তায়। যা কার্যত ভয়ংকর রূপ নিয়েছিল। এই আন্দোলনের জেরে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। অবস্থার অবনতি ঘটায় মাথা নত করেই পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনা (Sheikh Hasina)। এবার সেই কারনেই নিরাপত্তা বাড়ল ভারতের বাংলাদেশ হাই কমিশনের (Bangladesh High Commission) অফিসের সামনে।
মঙ্গলবার তাই বাংলাদেশে হাই কমিশনের অফিসের সামনে মোতায়েন করা হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক সহ পুলিশ। এইদিন পুলিশ মোতায়েন করা হয়েছিল অন্যদিনের তুলনায় বেশি পরিমাণে। সূত্রের খবর, প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়েছে সেখানে। রয়েছেন বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মীও। বাংলাদেশে (Bangladesh) কোটা আন্দোলনের জেরে হাই কমিশনের (Bangladesh High Commission) অফিসের সামনে যাতে কোনো ঝামেলা না হয়, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা।
প্রসঙ্গত, হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে (Bangladesh) আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা সেনাশাসন মানবেন না। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাঁরা চায়। ইতিমধ্যেই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের কাছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবেদন জানিয়েছেন। তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রীর (Prime Minister) পদত্যাগের পর মঙ্গলবার বাংলাদেশে নতুন করে কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি। তবে এখনও স্বাভাবিক নয় সেখানকার পরিস্থিতি। বন্ধ স্কুল-কলেজ।