খাস খবর ডেস্ক: প্রায় দুই বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মহামারিতে। কত মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। তবে এবার মহামারীর প্রভাব কাটিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।
উৎসবের মরশুমে বেশ উদ্বেগ বাড়িয়েছিল পরিসংখ্যান। নিয়ন্ত্রিত পরিসংখ্যান যেনো ফের চিন্তা বাড়াচ্ছিল। এদিনের পরিসংখ্যান ফের উদ্বেগ বাড়াল। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।
হোমে পাঠানো হবে শুনেই টানা ৪৮ ঘণ্টা গাছের মগডালে নেশাড়ু যুবক-
আরও পড়ুন-weather update: বঙ্গে শীতের আমেজ, নিম্নচাপের জেরে একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করো করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন। যা গতকালের থেকে খানিকটা বেশি। পাশাপাশি একদিনে দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬০ জন। যার মধ্যে কেরলে মৃত ৪৭ জন।
এছাড়াও একদিনে সুস্থ হয়ে উঠেছেন দেশে ১১ হাজার ৯৬১ জন। সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা, ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩ জন। যা গত ২৬৪ দিনে সর্বনিম্ন। যদিও নতুন করে ভয় ধরাচ্ছে কেরলের কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৪০৯ জন।
আরও পড়ুন-Dilip Ghosh: পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া তৃণমূল ইলেকশন জিততে পারবে না: বিস্ফোরক দিলীপ
উল্লেখ্য, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৬৬ হাজার ৯৮৭। করোনার বলি মোট ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ৪৭ জন। এছাড়াও এখনও পর্যন্ত দেশে মোট ১০৯ কোটি ৬৩ লক্ষ ৫৯ হাজার ২০৮ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫২ লক্ষের বেশি।