আলোচনা চলছে ১৩টি দেশের সঙ্গে, চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা

0
163

নয়াদিল্লি: পাঁচ মাস হয়ে গেল সাধারণ যাত্রী পরিষেবায় বন্ধ আন্তর্জাতিক উড়ান। করোনার বাড়বাড়ন্ত দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের তরফে। তারপরই চলে দীর্ঘ লকডাউন। তবে সেই বাধা কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব। এই পর্বে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে জল্পনা চলছিল। এবার সেই দিকেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি।

আরও পড়ুন- বিশ্বভারতী নিয়ে চক্রান্ত চলছে, ঘটনায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই: অনুব্রত

- Advertisement -

আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে পৃথক দ্বিপক্ষীয় ‘এয়ার বাব্বল’ ব্যবস্থা স্থাপনের জন্য ভারত ১৩টি দেশের সঙ্গে আলোচনা করছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই চুক্তির আওতায় উভয় দেশের বিমান সংস্থাগুলি নির্দিষ্ট বিধিনিষেধ নিয়ে আন্তর্জাতিক বিমান পরিচালনা করতে পারে। এই কথা জানার পরেই আন্তর্জাতিক বিমান চালু নিয়ে জল্পনা বাড়ছে।

মঙ্গলবার টুইট করে এই কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “আমরা এখন এই প্রচেষ্টাগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আরও ১৩টি দেশের সঙ্গে এ জাতীয় ব্যবস্থা স্থাপনের জন্য আলোচনা করছি। এই দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহরাইন, ইস্রায়েল, কেনিয়া , ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড।”

তিনি আরও যোগ করেন, “এই আলোচনার ফলে এই দেশগুলির আটকে পড়া ভারতীয় এবং নাগরিকদের উপকার হবে।” করোন ভাইরাস মহামারীজনিত কারণে ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা স্থগিত রয়েছে।

আরও পড়ুন- মধ্যপ্রদেশের সরকারি চাকরিতে স্থানীয়রাই অগ্রাধিকার পাবে, আইন আনার চিন্তা মুখ্যমন্ত্রীর

পুরি আরও বলেন, “ভারতের প্রতিবেশী – শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল এবং ভুটানকে নিয়েও এই প্রস্তাব করা হয়েছে। জুলাই থেকে, ভারত নিম্নলিখিত দেশগুলি – মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মালদ্বীপগুলির সঙ্গে এই জাতীয় চুক্তি প্রতিষ্ঠা করেছে।”