লাদাখ: লাদাখে ভারত-চিন সীমান্ত নিয়ে সমস্যার সম্পূর্ণ সমাধান এখনও হয়নি। বেশি কয়েক্তিজায়গা নিয়ে এখনও সমাধান সূত্র মেলেনি। গত ১০ অক্টোবর শেষ সামরিক পর্যায়ে বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপর দেশের মধ্যে সীমান্ত নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে ভারত ও চিন আজ বৃহস্পতিবার পরামর্শ ও সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের (WMCC) একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চলমান অচলাবস্থা সমাধানের জন্য ১০ অক্টোবর চিন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে বৈঠকটি সম্মত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কারণেই আজকের এই বৈঠক। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, WMCC বৈঠকের নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব নবীন শ্রীবাস্তব (পূর্ব এশিয়া) সঙ্গে থাকবেন ভারতীয় সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রক, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং আধিকারিকরাও এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ড্রাগন ও ভারতের মধ্যে আজকের বৈঠকে আলোচনা সম্ভবত দোপসাং সমভূমি এবং হট স্প্রিংস অঞ্চলে বিচ্ছিন্নতার উপর ফোকাস করা হবে। উল্লেখ্য, ভারতীয় ও চিনা সামরিক বাহিনীর মধ্যে ১০ অক্টোবরের বৈঠকের পরে প্রকাশিত একটি বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছিল যে, ড্রাগন ভারতীয় পক্ষের দ্বারা প্রবর্তিত গঠনমূলক পরামর্শের সাথে একমত নয়। বিবৃতিতে বলা হয়, “চিন ভারতের সঙ্গে সম্মত ছিল না এবং কোনো দূরদর্শী প্রস্তাবও দিতে পারেনি। এইভাবে বৈঠকের ফলে অবশিষ্ট এলাকার সমাধান হয়নি।”
আরও পড়ুন- Terror of the Ruler: বিয়েবাড়িতেও পুলিশের হানা, শাসকের সন্ত্রাস দেখছে তৃণমূল
সীমান্ত প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে ফের সীমান্তে চোখ রাঙাচ্ছে চিন। তবে ভারতীয় সেনা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্যপ্রস্তুত বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি উভয় পক্ষ সাঁজোয়া যান এবং কামান, সরঞ্জাম ছাড়াও সমস্যাবহুল এলাকায় প্রায় ৫০ হাজার সেনা বাড়িয়েছে। শুধু তাই নয় চিন সীমান্তে নতুন করে সেনাদের রাখতে পরিকাঠামো শুরু করেছে। সতর্ক রয়েছে ভারতীয় সেনাও।