নয়াদিল্লি: দেশের অর্থনীতিতে যখন মন্দা চলছে তখন সেই অর্থনীতির মুকুটে জুড়ল নয়া পালক৷ অর্থনীতিতে ব্রিটেন এবং ফ্রান্সকে টপকে গেল ভারত৷ সেই সঙ্গে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করল৷
নিঃসন্দেহে এই খবরে খুশির হাওয়া দিল্লির সাউথ ব্লকে৷ আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে ২০১৯ সালেই ভারতের অর্থনীতি প্রায় তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে৷ একথা বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি রিপোর্ট৷ সেখানে বলা হয়েছে, ২০১৯ সালে ভারতের মোট জিডিপির পরিমাণ ২.৯৪ ট্রিলিয়ন ডলার৷ ওই একই সময়ে ব্রিটেনের অর্থনীতির মোট পরিমাণ ২.৮৩ ট্রিলিয়ন ডলার৷ ফ্রান্সের ক্ষেত্রে তা ২.৭১ ট্রিলিয়ন ডলার৷
ওপেন মার্কেট ইকনমির জেরে ভারত এই জায়গায় পৌঁছতে পেরেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷ রিপোর্টে আরও বলা হয়েছে, ক্রয়ক্ষমতার (পারচেসিং পাওয়ার প্যারিটি বা পিপিপি) দিক থেকে ভারত জাপান এবং জার্মানির চেয়ে এগিয়ে৷ অধিক জনসংখ্যার কারণে ভারতের জিডিপি (পার ক্যাপিটা) ২১৭০ ডলার৷ আমেরিকাতে সেটা ৬২ হাজার ৭৯৪ ডলার৷
তবে সার্বিকভাবে ভারতের আর্থিক বৃদ্ধির হার যে কমবে সেটাও ইঙ্গিত দেওয়া হয়েছে ওই রিপোর্টে৷ বলা হয়েছে, ৭.৫ শতাংশ থেকে ভারতের আর্থিকবৃদ্ধির হার দাঁড়াবে ৫ শতাংশে৷
১৯৯০ সাল থেকে অর্থনীতির ক্ষেত্রে সংস্কার শুরু হয় ভারতে৷ রিপোর্টে সেই কথা উল্লেখ করে বলা হয়, আর্থিক উদারনীতির ফলে ভারতে বিদেশি বিনিয়োগের হার বেড়েছে৷ এছাড়া রাষ্ট্রয়ত্ত সংস্থার বেসরকারিকরণ এবং শিল্পের উপর সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় ভারত এই জায়গায় পৌঁছতে পেরেছে৷