খাসডেস্ক : মানহানি মামলায় দোষী সাব্যস্ত হলেন রাজসভার সাংসদ তথা শিবসেনা নেতা সঞ্জয় রাউত (SANJAY RAUT)। মুম্বই মাজগাঁওর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিবসেনা নেতার শাস্তি ঘোষণা করলেন। ১৫ দিনের জেল। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা। বিজেপি নেতা কিরিত সোমাইয়ার স্ত্রী ড: মেধা কিরিত সোমাইয়ার করা মামলায় হেরে গেলেন সঞ্জয়।
আরও পড়ুন: জামিন নাকচ হয়ে কারাবন্দী, অসুস্থ প্রাক্তন ওসি ভর্তি জেল হাসপাতালে
ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত (SANJAY RAUT)। এই অভিযোগে কোর্টের কাছে আবেদন জানান মেধা। সঞ্জয় রাউত শৌচাগার নির্মাণে ও সংরক্ষণে ১০০ কোটি টাকা তছরূপের অভিযোগ করেছিলেন মেধা কিরিত সোমাইয়া ও তাঁর স্বামী বিজেপি নেতা কিরিত সোমাইয়ার বিরুদ্ধে । মেধা সোমাইয়ার পক্ষ থেকে অভিযোগ পত্রে বলা হয়, “মিডিয়ার সামনে যে বক্তব্য রেখেছিলেন অভিযুক্ত তা অত্যন্ত অপমানজনক। এই ধরণের বক্তব্য সাধারণ মানুষের চোখে আমার চরিত্র হনন করেছে।“
আরও পড়ুন: দাবি পূরণে কঠোর জুনিয়র চিকিৎসকরা, ফের মেইল গেল মুখ্যসচিবের কাছে
এর আগে ইডির করা জমি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল সঞ্জয়কে। তিন মাস পর পেয়ে ছিলেন জেল থেকে ছাড়া। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ইডি। যদিও সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরের শিবির বারবারই ইডির অভিযোগ অস্বীকার করে এসেছে। তাঁদের কথায়, রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে।