Lata Mangeshkar’s Health: আগের তুলনায় স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে, স্বস্তি দিয়ে জানালেন লতার চিকিৎসক

গত ১১ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ৯২ বছরের ভারতরত্ন জয়ী গায়িকা কে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সকলে।

0
83

মুম্বই: প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর সকলের চিন্তা বাড়িয়ে বছরের শুরুতেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। নেপথ্যে সেই মারণ ভাইরাস করোনা। গত কয়েকদিন বেশ উদ্বেগে কেটেছে সকলের। এমনকি অনেকেই সঙ্গীতশিল্পীর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন গায়িকার পরিবারের সদস্যরা। তবে এবার অনুরাগীদের দুশ্চিন্তা কমিয়ে চিকিৎসকরা জানিয়েছেন লতা মঙ্গেশকর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই খবরে স্বস্তি মিলেছে অনেকটাই।

মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে গায়িকা লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন ডাঃ প্রীতত সামদানি। তিনি জানিয়েছেন, “গতকাল থেকে তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গায়িকার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।” গত ১১ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ৯২ বছরের ভারতরত্ন জয়ী গায়িকা কে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সকলে। বাড়ি থেকে না বেরোলেও করোনায় আক্রান্ত হয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর। সেই সঙ্গে নিউমোনিয়ার সমস্যা ছিল। করোনা, নিউমোনিয়া সঙ্গে বয়স সব মিলিয়ে গায়িকার শারীরিক অবস্থা নিয়ে চিন্তা একটু বেশি রয়েছে সকলের।

- Advertisement -

উল্লেখ্য, ২০১৯ সালে চেস্ট ইনফেকশনের জন্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি । তাই অত্যন্ত মৃদু উপসর্গ দেখা গেলেও বয়সের কারণেই বাড়ির লোকেরা ঝুঁকি নিতে চাননি। এই কারণেই বাড়িতে রেখে চিকিৎসার পরিবর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ গায়িকাকে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই সুর সম্রাজ্ঞী লতাকে নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে। এই সব ভুয়ো খবরে ক্ষুদ্ধ লতার পরিবারের লোকের। সেই কারণে লতার মুখপাত্র অনুরোধ করে জানিয়েছেন যে, ভুয়ো খবর যেন ছড়ানো না হয়।

আরও পড়ুন- Netaji’s 125th Birth Anniversary: নেতাজির জন্মদিনে শ্রদ্ধার্ঘ রাষ্ট্রপতি-মোদী-মমতার, আজ শুরু প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান

একটি বিবৃতিতে তিনি একদিন আগেই বলেছেন, “লতাদিদি এখন স্থিতিশীল। চিকিৎসকেরা অনুমতি দিলে তিনি বাড়ি ফিরে আসবেন। চারদিকে ভুয়ো খবর ছড়ালে পরিবারের জন্য খুবই সমস্যাজনক হয়ে দাঁড়ায়। আপনারা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন। অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে আছেন তিনি।” যাই হোক সুর সম্রাজ্ঞী দ্রুত আরোগ্য কামনা করছেন সকল অনুরাগীরাই। চাইছেন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে বাড়ি ফিরুক গায়িকা।